7 অগাস্ট ভারতে ভারতে আসছে Vivo S1। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ফোনের টিজার ভিডিও প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। পনেরো সেকেন্ডের টিজার ভিডিওতে বলিউডের হার্টথ্রব সারা আলি খানকে দেখা গিয়েছে। মার্চ মাসে চিনে লঞ্চ হয়েছিল Vivo S1। একই সাথে চিনে লঞ্চ হয়েছিল S1 Pro। এই ফোনের ভিতরে থাকছে Helio P65 চিপসেট, FHD+ AMOLED ডিসপ্লে আর ফোনের উপরে থাকছে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
চিনে Vivo S1 এর দাম 2,298 ইউয়ান (প্রায় 24,500 টাকা)। 23 জুলাই ইন্দোনেশিয়ায় বিক্রি শুরু হচ্ছে Vivo S1। ইতিমধ্যেই ভারতে এই ফোন আসার খবর নিশ্চিত করেছে Vivo। 7 অগাস্ট ভারতে এই ফোন লঞ্চের প্রে দাম নিশ্চিত করা যাবে।
Your style is personal. Your style is a statement. Your style is coming soon. Stay tuned for the all new #vivo S series. Tell us what adds style to your life. pic.twitter.com/ly37CBZQ9q
— Vivo India (@Vivo_India) July 22, 2019
The world stands still and admires the view as a stylish diva and a stunning phone crosses their path. Watch Sara Ali Khan turn heads with the all-new mesmerizing #vivoS1. #ItsMyStyle pic.twitter.com/iaFmN5qYNp
— Vivo India (@Vivo_India) July 20, 2019
Vivo S1 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch 9.0 স্কিন। থাকছে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Helio P65 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ আর 4,500 mAh ব্যাটারি।
ছবি তোলার জন্য Vivo S1 এর পিছনে থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন