Photo Credit: Weibo
দিন কয়েক আগেই লঞ্চ হয়েছিল Vivo V15 Pro। এই ফোনে ছিল পপ-আপ সেলফি ক্যামেরা আর ট্রিপল রিয়ার ক্যামেত্রা। একই ডিজাইনে লঞ্চ হবে Vivo S1। Vivo X27 ফোনের কম দামী ভার্সান হিসাবে বাজারে আসছে Vivo S1। এই ফোনে থাকছে Full HD+ ডিসপ্লে, অক্টা-কোর MediaTek Helio P70 চিপসেট। Vivo S1 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকার খবর পাওয়া গিয়েছে। চিনে 2,000 ইউয়ান (প্রায় 20,800 টাকা) থেকে এই ফোন পাওয়া যাবে।
সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Vivo S1 ফোনের দাম ও স্পেসিফিকেশান ফাঁস হয়েছে। Vivo S1 এ থাকবে 6.53 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Vivo V15 Pro ফোনের মতোই Vivo S1 ফোনের পিছনেও ত্রিপল রিয়ার ক্যামেরা থাকছে। এই ফোনে 12 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সার থাকছে। সেলফি তোলার জন্য পপ-আপ ক্যামেরায় থাকছে 24.8 মেগাপিক্সেল সেন্সার।
গত সপ্তাহে থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Vivo V15। নাম বদলে Vivo S1 নামে চিনে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। লঞ্চের পরে এটাই কোম্পানির S সিরিজের প্রথম স্মার্টফোন হবে।
19 মার্চ চিনে লঞ্চ হবে Vivo X27। একই ইভেন্টে লঞ্চ হতে পারে Vivo S1। Vivo V15 Pro এর মতোই একই ডিজাইন থাকবে Vivo X27 ফোনে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন