Photo Credit: Vivo
Vivo T4x 5G Vivo T3x 5G সফল হবে বলে আশা করা হচ্ছে (ছবিতে)
Vivo T4X 5G ফোনটি কিছুদিন আগে Bureau Of Indian Standards (BIS)-এর ওয়েবসাইটে লক্ষ্য করা গিয়েছিল, যার থেকে এটির খুব শীঘ্রই দেশের বাজারে লঞ্চের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। বর্তমানে একটি রিপোর্ট ফোনটির আনুমানিক লঞ্চের সময়সীমা এবং কিছু মূল ফিচার শেয়ার করেছে। এছাড়াও ফোনটির আনুমানিক দাম, রঙের বিকল্প এবং সম্ভাব্য ডিজাইনের এলিমেন্টগুলিও ফাঁস করেছে। বলা হয়েছে যে, Vivo T4X 5G ফোনটি, Vivo T3X 5G-এর উত্তরসূরী হিসেবে আসতে চলেছে, যেটি দেশের বাজারে 2024 সালে Snapdragon 6 Gen 1 SoC-এর সাথে লঞ্চ হয়েছিল।
MySmartPrice এর একটি রিপোর্ট অনুযায়ী Vivo T4X 5G ফোনটির 2025 সালের মার্চ মাসে ভারতে লঞ্চ হওয়ার সম্ভবনা আছে। তবে এখনো পর্যন্ত সঠিক তারিখের পরামর্শ দেওয়া হয়নি। রিপোর্টে আরো যুক্ত করা হয়েছে যে, এর পূর্বের হ্যান্ডসেটের মতো আলোচিত হ্যান্ডসেটটির দামও খুব সম্ভবত 15000 টাকার নিচে হবে।
রিপোর্ট অনুযায়ী আলোচিত ফোনটিতে একটি 6,500mAh ব্যাটারী যুক্ত করা হতে পারে, যেটি এই সেগমেন্টের বড় ক্যাপাসিটি যুক্ত ব্যাটারী বলে দাবি করা হয়েছে। উপস্থিত Vivo T3X 5G হ্যান্ডসেটটিতে একটি 6000mAh ব্যাটারী আছে। রিপোর্টে আরো বলা হয়েছে যে, ফোনটি ভারতে প্রন্ত পার্পল এবং মেরিন ব্লু রঙের বিকল্পে আসতে পারে।
সম্ভবত আলোচিত হ্যান্ডসেটটিতে একটি ডায়নামিক লাইট ফিচার যুক্ত করা হবে, যেটি আলাদা আলাদা আলো জ্বালিয়ে ভিন্ন ভিন্ন নোটিফিকেশনগুলিকে চিহ্নিত করতে সাহায্য করবে। এখনো পর্যন্ত হ্যান্ডসেটটি সম্পর্কে আর কোনো বিবরণের পরামর্শ দেওয়া হয়নি তবে আমরা আশা করতে পারি আসন্ন কিছু দিনের মধ্যেই আমরা সব কিছু জানতে পারবো।
উল্লেখযোগ্যভাবে বলা ভালো, এই বছরের শুরুতে Vivo T3X 5G হ্যান্ডসেটটির দাম কমেছিল। এটি 12,499 টাকা এবং 13,999 টাকা এবং 15,499 টাকার বিনিময়ে যথাক্রমে 4জিবি+128জিবি, 6জিবি+128জিবি এবং 8 জিবি+128 জিবি রঙের বিকল্পের সাথে উপলব্ধ আছে। ফোনটি 4-জিবি, 6-জিবি এবং 8-জিবি বিকল্পের সাথে যথাক্রমে 12,499-টাকা, 14,999 টাকা এবং 16,499-টাকায় লঞ্চ হয়েছিল। হ্যান্ডসেটটি ক্রিমসন ব্লিস, সেলিস্টিয়াল গ্রীন এবং সাপফায়া
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন