নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo U20। সম্প্রতি 4GB আর 6GB RAM সহ এই ফোন লঞ্চ করেছিল Vivo। এবার নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Vivo U20। নতুন ভেরিয়েন্টে 8GB RAM থাকছে। গোটা দেশের অফলাইন স্টোর থেকে 8GB RAM ভেরিয়েন্টে Vivo U20 কেনা যাবে। অন্যদিকে শুধুমাত্র Amazon আর কোম্পানির অনলাইন স্টোর থেকে পাওয়া যায় Vivo U20 ফোনের 4GB ও 6GB RAM ভেরিয়েন্ট।
Vivo U20 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।
8GB RAM + 128GB স্টোরেজে Vivo U20 এর দাম 17,990 টাকা। শুধুমাত্র অফলাইন স্টোরে নতুন ভেরিয়েন্টে এই ফোন বিক্রি করবে Vivo। HDFC ব্যাঙ্ক ও ICICI ব্যাঙ্ক গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার।
Vivo U20 ফোনে থাকছে একটি 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo U20 এর ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।
Vivo U20 ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
Vivo U20 ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, BeiDou, GLONASS আর Galileo। Vivo U20 এর ওজন 193 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন