কয়েক সপ্তাহ ধরে বাজার গরম করার পরে আজ লঞ্চ হতে চলেছে Vivo V11 Pro। সম্প্রতি থাইল্যান্ডে Vivo V11 আর Vivo V11i ফোনগুলি লঞ্চ করেছে চিনের কোম্পাটি। ভারতে এই ফোনের নাম হতে চলেছে Vivo V11 Pro। Vivo V11 Pro। বৃহষ্পতিবার মুম্বাইতে এক লঞ্চ ইভেন্টে এই ফোন ভারতে নিয়ে আসবে Vivo। অফিশিয়াল টিজারে V11 Pro ফিচার ও ডিজাইন প্রকাশ করেছিল Vivo। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ।
আরও পড়ুন: বাজারে এলো নতুন Vivo V11 Pro: দাম ও স্পেসিফিকেশান
বৃহষ্পতিবার দুপুর 12টায় Vivo V11 Pro লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির ওয়েবসাইট, Facebook ও YouTube -এ এই ইভেন্ট দেখা যাবে। দুপুর 12টায় এই পেগ রিফ্রেশ করে নীচের প্লে বাটনে ক্লিক করে Vivo V11 Pro লঞ্চ ইভেন্ট দেখে নিতে পারবেন।
আরও পড়ুন: লঞ্চ হল টিজার, সেপ্টেম্বরে বাজারে আসবে Vivo V11 Pro
20,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে ভারতে লঞ্চ হবে Vivo V11 Pro। থাইল্যান্ডে Vivo V11 –এর দাম 9,999 ভাট (প্রায় 21,800 টাকা)। Vivo V11i এর দাম 13,999 ভাট (প্রায় 30,600 টাকা)।
ডুয়াল সিম Vivo V11 Pro তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। V11 Pro তে থাকবে একটি 6.41 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo V11 Pro তে থাকবে একটি 12MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা। Vivo X21 আর Vivo NEX ফোনে একই ক্যামেরা ব্যবহার হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 25MP ফ্রন্ট ক্যামেরা।
Vivo V11 Pro এর ভিতরে থাকবে একটি 3,400 mAh ব্যাটারি। তবে এই ফোনে USB Type C এর পরিবর্তে microUSB পোর্ট ব্যবহার করেছে Vivo। কানেক্টিভিটির জন্য V11 Pro তে থাকবে Wi-Fi 802.11 আর Bluetooth 5.0।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন