শিঘ্রই বাজারে আসছে Vivo –র পরবর্তী স্মার্টফোন Vivo V1901। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। Vivo V1901 তে থাকছে ট্রিপল ক্যামেরা। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। TENAA ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে থাকবে অক্টাকোর প্রসেসার, 4GB RAM আর 128GB স্টোরেজ।
TENAA ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী Vivo V1901 তে থাকবে একটি 6.53 ইঞ্চি HD+ TFT ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে 2.3 GHz ক্লক স্পিডের অক্টাকোর প্রসেসার। সাথে থাকবে 4GB RAM আর 128GB স্টোরেজ। Geekbench লিস্টিং থেকে জানা গিয়েছে Vivo V1901 ফোনে থাকবে MediaTek Helio A22 চিপসেট।
Vivo V1901 ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল সেন্সার। 190.5 গ্রাম ওজনের এই ফোনের ভিতরে থাকবে 4,880mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন