Vivo Z6 5G -তে একাধিক স্তরে গ্রাফাইট হিট সিঙ্ক ব্যবহার হয়েছে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 85 মিমি লিকুইড কুলিং টিউব। Vivo জানিয়েছে শুধুমাত্র কম্পিউটার প্রসেসরেই এই ধরনের কুলিং ব্যবহার হয়।
TENAA ওয়েবসাইটে Redmi M1903C3EE আর Redmi M1903C3EC নামে দুটি স্মার্টফোনের ছবি দেখা গিয়েছে। এই ছবিতে এই ফোনের ডিসপ্লের উপরে একটি নচ দেখা গিয়েছে। এই ফোনের ডান দিকে থাকছে সিম কার্ড স্লট। Redmi 7A ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা দেখা গিয়েছে।
লঞ্চের সময় Honor 10i ফোনে ছিল 4GB RAM আর 128GB স্টোরেজ। এবার নতুন স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন সামনে এসেছে। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে 6GB RAM আর 64GB স্টোরেজে এই ফোন দেখা গিয়েছে।
সম্প্রতি TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে একটি Xiaomi স্মার্টফোন দেখা গিয়েছিল। এই ফোনের সাথে নতুন Xiaomi Play ফোনের ডিজাইন হুবহু মিলে যাচ্ছে। তখন অনেকেই এই ফোনকে Redmi 7 Pro ফোন মনে করলেও এখন মনে হচ্ছে সেটি ছিল Xiaomi Play।
Xiaomi Redmi 7 Pro তে থাকবে গ্লসি ব্যাক। কালো ভেরিয়েন্টের এই ফোনের সামনে ডিসপ্লের উপরে ছোট ওয়াটার ড্রপ নচ দেখা গিয়েছে। এর সাথেই ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
ইতিমধ্যেই TENAA সার্টিফিকেশান ওয়াবসাইটে দেখা গিয়েছে Nokia 7.1 Plus। Nokia 7.1 Plus এ থাকবে 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। সাথে থাকবে 2.2 GHz অক্টাকোর চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।