TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 7 ফোনটি দেখে গিয়েছিল। M1810F6LE মডেল নম্বরে সামনে এসেছিল এই ফোন। Redmi 7 ফোনে থাকবে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে, 3,900 mAh ব্যাটারি আর Android Pie অপারেটিং সিস্টেম।
Redmi 7 ফোনে থাকছে ছোট ডিসপ্লে নচ
18 মার্চ চিনে লঞ্চ হবে Redmi 7। ইতিমধ্যেই 18 মার্চ চিনে Redmi Note 7 Pro লঞ্চের ঘোষণা করেছিল Xiaomi। একই ইভেন্টে Redmi 7 লঞ্চের ঘোষণা করলেন Redmi প্রধান লু ওয়েবিং। সোমবার চিনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট Weibo তে একটি ছবি পোস্ট করে 18 মার্চ Redmi 7 লঞ্চের জানান দিয়েছে লু। গত বছর লঞ্চ হওয়া Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro ফোনের উত্তরসূরি এই ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা। ইতিমধ্যেই TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 7 ফোনটি দেখে গিয়েছিল। M1810F6LE মডেল নম্বরে সামনে এসেছিল এই ফোন। Redmi 7 ফোনে থাকবে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে, 3,900 mAh ব্যাটারি আর Android Pie অপারেটিং সিস্টেম।
![]()
আটটি রঙে পাওয়া যাবে Redmi 7
ছবি: Weibo/ Lu Weibing
গত সপ্তাহে TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 7 স্পেসিফিকেশান সামনে এসেছিল। সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 7 ফোনের স্পেসিফিকেশান ফাঁস হয়েছে। এই ফোনে থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে, 3,900 mAh আর Android 9 Pie অপারেটিং সিস্টেম।
TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে জানানো হয়েছে আটটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Redmi 7। কালো, নীল, ধুসর, সবুজ, গোলাপী, বেগুনী, লাল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর প্রসেসার। সাথে থাকছে 2GB, 3GB আর 4GB RAM। আর থাকছে 16GB, 32GB আর 64GB স্টোরেজ। Redmi 7 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Bison Kaalamaadan Now Streaming on Netflix, A Must-Watch Tamil Sports Drama
Homebound Now Available for Streaming on Netflix: What You Need to Know