Photo Credit: OnLeaks/ MySmartPrice
আগামী 11 অক্টোবর ভারতে লঞ্চ হবে নতুন Nokia 7.1 Plus। ইতিমধ্যেই এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করেছে HMD Global। যদিও এই ইভেন্টে কোন ফোন লঞ্চ হবে তা জানায়নি কোম্পানি। এর আগেই লন্ডনে এক ইভেন্টে আগামী 4 অক্টোবর লঞ্চ হবে Nokia 7.1 Plus অথবা Nokia X7। এই খবর সত্যি হলে Nokia 5.1 Plus ও Nokia 6.1 Plus এর পরে শিঘ্রই ভারতে আসতে চলেছে Nokia 7.1 Plus। প্রসঙ্গত সোমবার বিক্রি শুরু হয়েছে Nokia 5.1 Plus।
ইতিমধ্যেই TENAA সার্টিফিকেশান ওয়াবসাইটে দেখা গিয়েছে Nokia 7.1 Plus। Nokia 7.1 Plus এ থাকবে 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। সাথে থাকবে 2.2 GHz অক্টাকোর চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 7.1 Plus এ থাকছে 13MP+12MP ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে 20MP ফ্রন্ট ক্যামেরা আর 3400 mAh ব্যাটারি।
ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Nokia 7.1 Plus সম্পর্কে একাধিক খবর প্রকাশিত হয়েছে। সেখান থেকে জানা হয়েছে এই ফোন Nokia 6.1 Plus এর একটি বড় ভার্সার হতে চলেছে। Nokia 7.1 Plus ফোনের ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের পিছনে থাকবে ভার্টিকাল ডিউয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Android One প্রোজেক্টের অধীনে লঞ্চ হবে Nokia 7.1 Plus। ফলে এই ফোনে চলবে স্টক Android অপারেটিং সিস্টেম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন