শুধুমাত্র Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে কেনা যাবে Nokia 5.1 Plus। ভারতে এই ফোনের দাম 10,999টাকা। লঞ্চের সময় এই ফোন কিনলে একাধিক অফার দিচ্ছে Flipkart।
অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Nokia 5.1 Plus। একই ইভেন্টে Nokia 6.1 Plus ফোনটি লঞ্চ করেছিল HMD Global। ইতিমধ্যেই Nokia 6.1 Plus ফোন বিক্রি শুরু হলেও Nokia 5.1 Plus ফোন বিক্রি শুরু হয়নি। এই বছর চিনে Nokia X5 ফোনটি লঞ্চ করেছিল HMD Global। নাম বদলে ভারতের বাজারে Nokia 5.1 Plus নামে এই ফোন লঞ্চ করা হয়েছে। তবে চিনের বাইরে গ্লোবাল ভেরিয়েন্ট Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে। এই কারণে Nokia 5.1 Plus ফোনে স্টক Android অপারেটিং সিস্টেম চলবে। একই সাথে জলদি এই ফোনে নতুন Android আপডেট ও মাসিক সিকিউরিটি প্যাচ পৌঁছে যাবে। অগাস্ট মাসে লঞ্চ হলেও অবশেষে সোমবার থেকে বিক্রি শুরু হল Nokia 5.1 Plus। ভারতে Xiaomi Redmi Note 5, Redmi Y2, Moto G6 আর Honor 9N এর মতো ফোনগুলির সামনে প্রতিযগিতার সম্মুখীন হবে নতুন Nokia 5.1 Plus।
শুধুমাত্র Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে কেনা যাবে Nokia 5.1 Plus। ভারতে এই ফোনের দাম 10,999টাকা। লঞ্চের সময় এই ফোন কিনলে একাধিক অফার দিচ্ছে Flipkart। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Nokia 5.1 Plus। সোমবার দুপুর 12 টায় Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে Nokia 5.1 Plus বিক্রি শুরু হবে।
Nokia 5.1 Plus এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Nokia 5.1 Plus এ থাকবে একটি 5.86 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এই ফোনে থাকবে একটি MediaTek P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ।
Nokia 5.1 Plus এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 13MP। এর সাথেই থাকবে একটি 5MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 8MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Nokia 5.1 Plus এ থাকবে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, Bluetooth 4.2, GPS, A-GPS, Wi-Fi 802.11 a/b/g/n/ac, FM রেডিও আর ডুয়াল 4G ডুয়াল VoLTE। Nokia 5.1 Plus এ একটি 3060 mAh ব্যাটারি থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 15 Series Tipped to Get a Fourth Model With a 7,000mAh Battery Ahead of India Launch
Interstellar Comet 3I/ATLAS Shows Rare Wobbling Jets in Sun-Facing Anti-Tail
Samsung Could Reportedly Use BOE Displays for Its Galaxy Smartphones, Smart TVs