Photo Credit: TENAA
গত সপ্তাহে এক সার্টিফিকেশান ওয়েবসাইটে Xiaomi Redmi 7 সিরিজের ফোনগুলি দেখা গিয়েছিল। এবার TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে Xiaomi Redmi 7 Pro ফোনটি দেখা গেল। এই ফোনে থাকছে লেটেস্ট ওয়াটার ড্রপ নচ। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সার্টিফিকেশান ওয়েবসাইটে স্পেসিফিকেশানে দেখা গিয়েছে Xiaomi Redmi 7 Pro তে থাকতে চলেছে 5.84 ইঞ্চি ডিসপ্লে আর 2,900 mAh ব্যাটারি। যদিও এই সিরিজের তিনটি মডেলেই থাকবে 4G LTE, 5V/2A চার্জিং।
TENAA ওয়েবসাইটে দেখা গিয়েছে Xiaomi Redmi 7 Pro তে থাকবে গ্লসি ব্যাক। কালো ভেরিয়েন্টের এই ফোনের সামনে ডিসপ্লের উপরে ছোট ওয়াটার ড্রপ নচ দেখা গিয়েছে। এর সাথেই ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ডান দিকে থাকবে ভলিউম ও পাওয়ার বাটন।
Xiaomi Redmi 7 Pro ফোনে থাকতে চলেছে 5.84 ইঞ্চি ডিসপ্লে আর 2,900 mAh ব্যাটারি। Fonearena ওয়েবসাইটে প্রথম এই ফোনের TENAA সার্টিফিকেশানের খবর প্রকাশিত হয়েছে।
ইতিমধ্যেই এক সার্টিফিকেশান ওয়েবসাইটের তথ্য থেকে জানা গিয়েছে Xiaomi Redmi 7 সিরিজে একসাথে তিনটি স্মার্টফোন লঞ্চ হবে। এই তিনটি ফোনের মডেল নম্বর M1901F7E, M1901F7T আর M1901F7C। মনে করা হচ্ছে এই তিনটি ফোনের নাম হতে চলেছে Redmi 7A, Redmi 7 আর Redmi 7 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন