সার্টিফিকেশন সাইটে নোকিয়া এক্স এর ডিজাইন, স্পেসিফিকেশন উল্লেখ করা হল

টিইএনএএ লিস্ট অনুযায়ী নোকিয়া এক্স এ 6 জিবি র‍্যাম, 64 জিবি অনবোর্ড স্টোরেজ, ভার্টিক্যাল ডুয়াল ক্যামেরা এবং রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

সার্টিফিকেশন সাইটে নোকিয়া এক্স এর ডিজাইন, স্পেসিফিকেশন উল্লেখ করা হল

Photo Credit: TENAA

বিজ্ঞাপন

16 ই মে চায়নাতে লঞ্চ করতে চলেছে নোকিয়া এক্স

লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে এবং এই ব্র্যান্ডের প্রথম ডিসপ্লে নচ সহ নোকিয়া এক্স এখন চাইনিজ সার্টিফিকেশন ওয়েবসাইট টিইএনএএ দ্বারা উল্লিখিত। এই লিস্টটি হ্যান্ডসেটটির কিছু ডিজাইন ও হার্ডওয়্যার বৈশিষ্ট্য জানাচ্ছে। টিইএনএএ লিস্ট অনুযায়ী এর মডেল নাম্বার নোকিয়া টিএ-1099। ফোনটি নীল, কালো এবং রূপালী সাদা রং নিয়ে আসছে।

নোকিয়া এক্স  স্পেসিফিকেশন

টিইএনএএ লিস্ট অনুযায়ী নোকিয়া এক্স আশা করা যায় এন্ড্রোইড 8.1.0 ওরিও ভার্সন হবে। 5.8 ইঞ্চি ফুল-এইচডি+ (1080×2280 পিক্সেল) টিএফটি ডিসপ্লে থাকবে 19:9 রেশিও তে। এছাড়া অক্টা-কোর এসওসি 1.8জিএইচজেড সঙ্গে 3 জিবি/4 জিবি/ 6 জিবি র‍্যাম এবং 32 জিবি/64 জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে যা মাইক্রো এসডি দিয়ে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এছাড়া এতে দুটি 16 মেগাপিক্সেল সেন্সর সহ ভার্টিক্যাল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। ফ্রন্ট ক্যামেরা সম্বন্ধে এখনই কিছু জানা না গেলেও এই ফোনে 4জি ভোলটি, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি থাকবে। ফোনটির ডাইমেনশন হবে 147.2×70.98×7.99 এমএম এবং ওজন 151 গ্রাম।

এছাড়া নোকিয়া এক্স একটি প্রমোশনাল ব্যানারে গ্লাস ও এলুমিনিয়াম ডিজাইনে, ভার্টিক্যাল ডুয়াল ক্যামেরা এবং রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ দেখা গিয়েছিল। তাছাড়াও একটি রিপোর্ট অনুযায়ী চায়নাতে নোকিয়া এক্স এর দাম শুরু হতে চলেছে সিএনওয়াই 1,600 (প্রায় ভারতীয় 16,900 টাকা) থেকে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 6,000mAh ব্যাটারির Vivo ফোন 8,300 টাকা সস্তা হল!
  2. Realme GT 8 Pro নভেম্বরে ভারতে লঞ্চের ঘোষণা হল, 200MP ক্যামেরায় ঝড় তুলবে
  3. iQOO Neo 11 লঞ্চ হল, এত কমে 16 জিবি র‍্যাম, 7,500mAh ব্যাটারি, 2K অ্যামোলেড ডিসপ্লে কেউ দিতে পারবে না
  4. Instagram: ইনস্টাগ্রাম সম্পূর্ণ বদলে যাচ্ছে, বিরক্তিকর বাজে রিলস থেকে মিলবে মুক্তি
  5. Realme C85 Pro স্মার্টফোনের ছবি ফাঁস, সস্তায় পাবেন 7,000mAh ব্যাটারি ও IP69 রেটিং
  6. OnePlus 15 ভারতে লঞ্চ হচ্ছে এই তারিখে, থাকবে 165Hz ডিসপ্লে, 7,300mAh ব্যাটারি
  7. Nothing Phone 3a Lite সস্তায় প্রিমিয়াম ডিজাইন ও সুন্দর ফিচার্সের সঙ্গে লঞ্চ হল
  8. Caller Name Display: Truecaller অতীত, এবার কল ধরার আগেই ফোনে ভেসে উঠবে কলারের আসল নাম
  9. Moto G67 Power 5G লঞ্চ হচ্ছে নভেম্বর 5, থাকবে 7,000mAh ব্যাটারি ও দুর্ধর্ষ ক্যামেরা
  10. WhatsApp: ফেসবুকের মতো কভার ফটো আপলোডের সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »