Vivo V60 আগস্টে ভারতে লঞ্চ হয়েছিল
Photo Credit: Vivo
Vivo V60 আগস্টে ভারতে লঞ্চ হয়েছিল। এক মাস পর Vivo V সিরিজের আরও একটি নতুন মডেল দেশের বাজারে আসতে চলেছে। আসন্ন ফোনটির নাম Vivo V60e৷ সংস্থা আনুষ্ঠানিকভাবে হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ বা ফিচার্স ঘোষণা করেনি, তবে একটি রিপোর্ট ডিজাইন থেকে শুরু করে দাম ও স্পেসিফিকেশন ফাঁস করেছে। Vivo V60e 5G চলবে MediaTek Dimensity 7300 চিপসেটে। এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি থাকবে। ভিভোর নতুন ফোনে 5 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে জানা গিয়েছে। IP68 এবং IP69 রেটিং স্মার্টফোনটির ভিতরে জল বা ধুলো ঢুকতে দেবে না।
91Mobiles হিন্দি Vivo V60e 5G এর সম্ভাব্য দাম, ছবি, ও স্পেসিফিকেশন ফাঁস করেছে। ডিজাইনের নিরিখে গত মাসে ভারতে লঞ্চ হওয়া Vivo V60 এর সাথে প্রচুর মিল লক্ষ্য করা যায়। উপরের ডান কোণে পিল আকৃতির ক্যামেরা আইল্যান্ডের মধ্যে একজোড়া ক্যামেরা সেন্সর লম্বালম্বি অবস্থান করছে। ক্যামেরা মডিউলের পাশে একটি LED রিং লাইট রয়েছে। কোম্পানির প্রতিটি ফোনের মতো এর ব্যাক প্যানেলের নীচে ডানদিকে ভিভোর ব্র্যান্ডিং উপস্থিত।
Vivo V60e
Photo Credit: 91Mobiles Hindi
ভিভো ভি60ই কেমন ডিসপ্লের সঙ্গে আসতে পারে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি, তবে এতে ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন থাকবে বলে জানা গিয়েছে। এটি তার পূর্বসূরী Vivo V50e মডেলের মতোই 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসরে চলবে। ধুলো ও জল থেকে বাঁচাতে স্মার্টফোনটির বডি IP68 + IP69 সার্টিফায়েড করা হয়েছে। এটি জলের প্রেসার সহ্য করতে সক্ষম।
এছাড়াও, Vivo V60e 5G ফোনে 6,500mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। এটি Vivo V50e-এ উপলব্ধ 5,600mAh ব্যাটারির চেয়েও বড় আপগ্রেড হবে। আসন্ন হ্যান্ডসেটটি তিনটি মেজর Andorid আপগ্রেড ও পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাবে। এটি NFC এবং ইনফফ্রারেড (IR) ব্লাস্টারের মতো বৈশিষ্ট্য সমর্থন করবে।
Vivo V60e 5G ভারতে তিনটি মেমরি কনফিগারেশনে উপলব্ধ হবে। ফোনটির বেস 8 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম 28,999 টাকা রাখা হতে পারে। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 30,999 টাকা এবং 31,999 টাকা হতে পারে। এটি এলিট পার্পল এবং নোবেল গোল্ড রঙের বিকল্পে ভারতের বাজারে পাওয়া যাবে। উল্লেখ্য, Vivo V50e-এর বেস মডেল চলতি বছরের মে মাসে একই দামে ভারতে লঞ্চ হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.