'Vivo Carnival' সেলে Amazon.in থেকে জনপ্রিয় Vivo স্মার্টফোনে ছাড় পাওয়া যাবে। সাথে HDFC ব্যাঙ্ক গ্রাহকরা অতিরিক্ত ছাড় পাবেন। আর থাকছে সহজে নো-কস্ট ইএমআই এর সুবিধা।
Vivo Nex (8GB, 128GB) ফোনের দাম কমে হয়েছে 39,990 টাকা (দাম 47,990 টাকা)
একাধিক Vivo ফোনে শুরু হল আকর্ষনীয় ডিসকাউন্ট। 'Vivo Carnival' সেলে Amazon.in থেকে জনপ্রিয় Vivo স্মার্টফোনে ছাড় পাওয়া যাবে। সাথে HDFC ব্যাঙ্ক গ্রাহকরা অতিরিক্ত ছাড় পাবেন। আর থাকছে সহজে নো-কস্ট ইএমআই এর সুবিধা।
এই সেলে Vivo V9 Pro (6GB, 64GB) ফোন 17,990 টাকায় (দাম 19,990 টাকা) পাওয়া যাচ্ছে। সাথে এক্সচেঞ্জে অতিরিক্ত 4,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। Vivo V11 Pro আর Vivo V11 ফোন কিনলে এক্সচেঞ্জে 3,000 টাকা পর্যন্ত চাহড় মিলছে।
Vivo Nex (8GB, 128GB) ফোনের দাম কমে হয়েছে 39,990 টাকা (দাম 47,990 টাকা)। সাথে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে 5,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে Snapdragon 845 চিপসেট, 8GB RAM আর পপ আপ সেলফি ক্যামেরা।
এছাড়াও Vivo Y95 আর Y93 ফোনে এক্সচেঞ্জে 2,000 টাকা, Vivo Y83 Pro ফোনে এক্সচেঞ্জে 3,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
HDFC ব্যাঙ্ক ডেবিট কার্ড ইএমআইতে অতিরিক্ত 10 শতাংশ ছাড় আর ক্রেডিড কার্ড ইএমআইতে অতিরিক্ত 5 শতাংশ ছাড় পাওয়া যাবে। সহজে নো কস্ট ইএমআই এর সুবিধা দিচ্ছে Amazon।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
3,500 টাকা ছাড়ে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির Vivo ফোন কেনার গোল্ডেন চান্স
রাত পোহালেই Google Pixel 10 সিরিজের লঞ্চ, রইল দাম-ফিচার্সের সমস্ত গোপন খবর
Redmi প্রথম ফাইভ-স্টার ওয়াটারপ্রুফ স্মার্টফোন আনছে, ফিচার্স তাক লাগাবে
Redmi 15 5G বাজার কাঁপিয়ে 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম শুনলে কিনতে ছুটবেন