Vivo V9 -এর রিভিউ

বিজ্ঞাপন
Aditya Shenoy, আপডেট: 25 এপ্রিল 2018 16:08 IST
আজকাল বেশির ভাগ স্মার্ট ফোন কম্পানির নজর এপেলের ডিজাইনের দিকে. Vivo V9 এর মূল্য 22,900 টাকা. কিন্তু এই ফোনের দাম এত হওয়া উচিত কিনা সেটা আলোচনা সাপেক্ষ বিষয়.

এই ফোনের ডিজাইন লম্বা, 18:9 আস্পেক্ট রেশিও যুক্ত. এতে এয়ারপিস, সেলফি ক্যামেরা এবং দুটি সেন্সর আছে. সেই সাথে ছোট্টো নোটিফিকেশন লাইট দেওয়া হয়েছে, যা এয়ারপিসের ঠিক ওপরে অবস্থিত.  

এই ফোন খুবই হাল্কা, যার মোট ওজন 150 গ্রাম. এই ফোনে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তা ওজনের ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেছে. এই ফোনের পাওয়ার ও ভলিউম বটন ডানদিকে দেওয়া হয়েছে. সিম ট্রে আছে বাম দিকে. এর মাইক্রো ইউএসবি পোর্ট নিচের দিকে. সেখানে লাউডস্পিকার, হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন দেওয়া হয়েছে. আশা করা হচ্ছে এতে ইউএসবি-টাইপ পোর্ট হবে. এই ফোনে দুটি ক্যামেরা ভ্যার্টিকাল পজিশনে দেওয়া হয়েছে. সেই সাথে সিঙ্গেল এলইডি ফ্যালাশ আছে. আশাতিরিক্ত সেন্সর পাওয়া যাবে এই ফোনে. এই ফোন ব্যবহার করা খুবই সহজ, এটাই সবচেয়ে বড়ো বিষয়. ফোনে 4 জীবী রয়াম ও 64  জীবী ইন্টারনাল স্টোরেজ আছে. এই হ্যান্ডসেট ডুয়েল সিম সাপোর্ট করে. ভিভো ভি9 -এর স্ক্রিন 6.3 ইঞ্চির. যার রিজল্যুয়েশন 1080x2280  পিক্সেল.

ভিভো ভি9 -এর ফেস আনলক ফিচার খুবই ভালো কাজ করে. ফোনে 3260 এমএএইচ ব্যাটারি আছে. ইউটিউব, হোয়াটসাপের মতো এপ্প ব্যবহার করেও ফোন সারা দিন ব্যবহার করা যাবে. এতে 16 মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর এবং 5  মেগাপিক্সলের ডেপ্থ সেন্সর  আছে. এই ফোনে 24 মেগাপিক্সলের সেলফি ক্যামেরা আছে.

Vivo ফোন কম্পানি Vivo V9 -এর সাথে সারা দেশকে এই প্রথম এমন ফিচার যুক্ত এন্ড্রয়েড স্মার্ট ফোন দিতে সক্ষম. এর হার্ডওয়ার ও সফটওয়ারের তুলনা নেই. এই ফোনের ব্যাটারি দুর্বল প্রকৃতির আর ক্যামেরা ভালো হলেও কম আলোতে ততটা ভালো করে কাজ করতে পারেন. ভি9 -এর উপভোক্তারা পাবে বড়ো ডিসপ্লে ও পাতলা বর্ডার, যা যেকোনো মানুষের ধ্যানাকর্ষন করতে পারে.

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6,000 টাকারও কমে লঞ্চ হল Itel Zeno 20 স্মার্টফোন, সস্তায় পাবেন জমজমাট ফিচার্স
  2. 8,000mAh ব্যাটারির সুপারম্যান স্মার্টফোন আনছে Realme ও OnePlus, পুজোর পরেই লঞ্চ
  3. ফ্লিপ ফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! বিস্ময় জাগিয়ে হাজির Honor Magic V Flip 2
  4. 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Note 15 Pro সিরিজ, কত দাম জেনে নিন
  5. Vivo T4 Pro 5G বাজার কাঁপাতে আসছে, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে বিরাট চমক
  6. কমপ্যাক্ট স্মার্টফোনে বাজিমাত করতে চলেছে Xiaomi, ব্যাটারি ও ক্যামেরা ছোঁবে নতুন মাত্রা
  7. Google Pixel 10 সিরিজের চমক, 10,000 টাকা ক্যাশব্যাকের সঙ্গে 19,500 টাকার AI পরিষেবা Free
  8. Google Pixel 10 সিরিজের লঞ্চ ইভেন্ট শুরু, একের পর এক চমকে দেওয়ার মতো ঘোষণা
  9. স্মার্ট গ্যাজেটের নতুন যুগলবন্দী, Google আনল Pixel Watch 4 ও Pixel Buds 2
  10. Google Pixel 10 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, দাম ও ফিচার্স শুনলে আইফোন ভুলে যাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.