Vivo X Fold 5 ভাঁজ করলে 9.2 মিমি পুরু এবং খুললে 4.3 মিমি পাতলা
Photo Credit: Vivo
Vivo X Fold 5 গতকাল ভারতে Vivo X200 FE এর সাথে লঞ্চ হয়েছে। Samsung Galaxy Z Fold 5 এর পাল্টা জবাব হিসেবে নিজেদের এই সেরা অস্ত্রটি প্রযুক্তিজগতের মঞ্চে উন্মোচন করেছে ভিভো। নতুন ফোল্ডেবল ফোনটিতে অত্যাধুনিক 6,000mAh সিলিকন অ্যানোড ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি 80W ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ইন্টেলিজেন্ট পাওয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে, Vivo X Fold 5 উন্নতমানের কাজ করার জন্য তৈরি বলে দাবি করা হয়েছে। বিভিন্ন ফিচার দ্রুত চালু করতে ও অ্যাপ খুলতে একটি শর্টকাট বাটনও দিয়েছে কোম্পানি। নতুন ফোনটিতে Vivo ও Zeiss-এর কো-ইঞ্জিনিয়ারড ক্যামেরা রয়েছে যা সূক্ষ্মতম বিবরণ তুলে ধরে প্রতিটি মুহূর্তকে একটি মাস্টারপিসে পরিণত করে।
ক্যামেরা এমনই একটি বিভাগ, যেখানে Vivo X Fold 5 এর বিশেষত্ব লুকিয়ে। ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ও f/1.57 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 আল্ট্রা-সেন্সিং ভিসিএস বায়োনিক মেইন ক্যামেরা রয়েছে। এছাড়াও, 3x পর্যন্ত অপটিক্যাল জুম, 100x পর্যন্ত ডিজিটাল জুম, f/2.55 অ্যাপারচার এবং OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো লেন্স এবং f/2.05 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে।
ভিভো এক্স ফোল্ড 5-এর ভিতরের এবং বাইরের স্ক্রিনে f/2.4 অ্যাপারচার সহ 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। Zeiss মাল্টিফোকাল পোট্রেট, ডুয়াল ডিসপ্লে প্রিভিউ, স্টেজ পোট্রেট স্টুডিয়ো, ল্যান্ডস্কেপ মোড, ও AI ইমেজ স্টুডিয়োর মতো ফটোগ্রাফি ফিচার্স রয়েছে। IPX8+IPX9 ওয়াটার রেজিট্যান্স, ফ্রিজ রেজিট্যান্স, কার্বন ফাইবারের সাপোর্ট হিঞ্জ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সিকিউরিটি চিপ ফোনটির সুরক্ষায় অতিরিক্ত স্তর যোগ করেছে। ভাঁজ করা অবস্থায়, এটি 9.2 মিমি পুরু এবং খুললে 4.3 মিমি পাতলা। ওজন 217 গ্রাম।
Vivo X Fold-এর অভ্যন্তরে Snapdragon 8 Gen 3 প্রসেসর আছে, যা 16 জিবি র্যাম (LPDDR5x) + 512 জিবি অনবোর্ড স্টোরেজের (UFS 4.1) সাথে যুক্ত। এটি Android 15-নির্ভর FuntouchOS 15 কাস্টম স্কিনে রান করে। স্মার্টফোনটির ভিতরে 2,200 x 2,480 পিক্সেল রেজোলিউশনের 8.03 ইঞ্চি ফোল্ডেবল এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ও বাইরে 1,172 x 2,748 পিক্সেল রেজোলিউশনের 6.53 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড কভার ডিসপ্লে আছে। উভয়ই ডলবি ভিশন, HDR10+, 120 হার্টজ রিফ্রেশ রেট, TÜV Rheinland গ্লোবাল আই প্রোটেকশন 3.0, ও Zeiss Master কালার সার্টিফিকেশন অফার করে।
ভারতে Vivo X Fold 5 এর দাম 1,49,999 টাকা রাখা হয়েছে। এটি 16 জিবি + 512 জিবির একটাই স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ এবং টাইটানিয়াম গ্রে রঙে পাওয়া যাচ্ছে। ফোনটি জুলাই 30 থেকে ফ্লিপকার্ট এবং ভিভো ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.