সম্প্রতি চিনে Vivo X50 সিরিজের তিনটি নতুন ফোন লঞ্চ হয়েছে। এই ফোনগুলি হল Vivo X50, Vivo X50 Pro ও Vivo X50 Pro+। সম্প্রতি কোম্পানির সিইও জানিয়েছেন শীঘ্রই ভারতে লঞ্চ হবে এই ফোন। এই সিরিজে ভারতে কোম্পানির শেষ স্মার্টফোন Vivo X21। Vivo X50, Vivo X50 Pro ও Vivo X50 Pro+ তে থাকছে 5G কানেক্টিভিটি।
Vivo X50 Pro + এ থাকছে Snapdragon 865 চিপসেট। দাম শুরু হচ্ছে 4,998 ইউয়ান (প্রায় 53,000 টাকা) থেকে। Vivo X50 Pro ও Vivo X50-তে থাকছে Snapdragon 765G চিপসেট। Vivo X50 Pro'র দাম শুরু হচ্ছে 4,298 ইউয়ান (প্রায় 45,600 টাকা) থেকে। অন্যদিকে Vivo X50'র দাম শুরু হচ্ছে 3,498 ইউয়ান (প্রায় 37,100 টাকা) থেকে। আপাতত চিনে এই ফোনগুলি লঞ্চ করেছে Vivo।
Vivo X50 স্পেসিফিকেশন
Vivo X50-তে থাকছে 6.56 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর থাকছে। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং।
Vivo X50 Pro স্পেসিফিকেশন
Vivo X50 Pro-তে থাকছে 6.56 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর থাকছে। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 4,315 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং।
Vivo X50 Pro + স্পেসিফিকেশন
এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। এছাড়াও থাকছে 44W ফাস্ট চার্জিং। এছাড়াও এই ফোনের সব স্পেসিফিকেশন Vivo X50 Pro-এর সঙ্গে মিলে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন