Vivo Y500: ভিভো বাজার তোলপাড় করে 8,200mAh ব্যাটারি স্মার্টফোন লঞ্চ করল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 2 সেপ্টেম্বর 2025 12:41 IST
হাইলাইট
  • Vivo Y500 ভিভোর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারি সহ ফোন
  • এটি ভিভোর প্রথম IP69+ ওয়াটারপ্রুফিং ফিচারের স্মার্টফোন
  • Vivo Y500 সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ

Vivo Y500 ব্ল্যাক, ব্লু, ও পার্পল কালার অপশনে এসেছে

Photo Credit: Vivo

Vivo Y500 সোমবার 8,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল। চাইনিজ ব্র্যান্ডটির ইতিহাসে এটাই সবথেকে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। এই ব্যাটারি 90W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সমর্থন করে। এতে ভিভোর সবচেয়ে উন্নত ট্রিপল IP69+ ওয়াটারপ্রুফিং রয়েছে। এর ফলে মাদারবোর্ড বা অভ্যন্তরীণ পার্টসে জল ঢুকতে পারবে না। ফোনটি 4 ন্যানোমিটারের MediaTek Dimensity 7300 প্রসেসর দ্বারা পরিচালিত ও 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। Vivo Y500 মডেলটির অন্যতম বিশেষত্ব হল, AI-চালিত নেটওয়ার্ক সিলেকশন প্রযুক্তি। এর মাধ্যমে হ্যান্ডসেটটি নিজে থেকেই বুঝতে পারে কোথায় নেটওয়ার্ক দুর্বল হতে পারে। তখন এটি আগে থেকেই সবচেয়ে ভাল নেটওয়ার্কে কানেক্ট হয়, যাতে সিগন্যাল কমে না যায়।

Vivo Y500 স্পেসিফিকেশন ও ফিচার্স

Vivo Y500 এর সামনে 6.77 ইঞ্চির কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যা FHD+ রেজোলিউশন, 5,000 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট ও HDR10+ সাপোর্ট করে। ফোনটি 2.5 গিগাহার্টজ ক্লক স্পিডের ডাইমেনসিটি 7300 চিপসেটে চলে, যা 12 জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম ও সর্বোচ্চ 512 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। সঙ্গে Mali -G615 জিপিইউ আছে। এতে Android 15-নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যার দেওয়া হয়েছে।

ছবি ও ভিডিও তোলার জন্য, ভিভো ওয়াই500 ডুয়াল রিয়ার ক্যামেরা পেয়েছে। এতে  f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (f/2.4) আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনটির সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.4) রয়েছে। ফোনটিতে একটি ওয়াল-পেনিট্রেটিং অ্যান্টেনা দেওয়া হয়েছে, যা চারদিক থেকেই সিগন্যাল গ্রহণ করতে পারে। এটি আগের প্রজন্মের তুলনায় সিগন্যালের শক্তি প্রায় 255 শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে।

Vivo Y500 এর মূল আকর্ষণ 8,200mAh আল্ট্রা-থিন ব্লু ওশান ব্যাটারি। একে আরও নিরাপদ, টেকসই, এবং দীর্ঘস্থায়ী করে সেমি-সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তি। এই ফোনে ডায়মন্ড রক আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, যা বডি আরও মজবুত ও টেকসই করে তোলে। এছাড়াও, ডিভাইসটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 6, এনএফসি, ডুয়াল স্পিকার, 3D প্যানোরমিক অডিও, ইত্যাদি।

Vivo Y500 দাম

চীনে Vivo Y500 এর দাম 1,399 ইউয়ান থেকে শুরু হচ্ছে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, 12 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 512 জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,799 ইউয়ান (প্রায় 19,700 টাকা) ও 1,999 ইউয়ান (প্রায় 24,700 টাকা)। ফোনটি ব্ল্যাক, গ্রেসিয়ার ব্লু, ও ড্রাগন কালার অপশনে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সেপ্টেম্বরে ধামাকা, Xiaomi 16 সিরিজের লঞ্চের তারিখ ফাঁস, ক্যামেরায় বড় চমক
  2. Samsung Galaxy Z TriFold: এক ফোনে তিনটি স্ক্রিন! সেপ্টেম্বরে আশ্চর্য স্মার্টফোন আনছে স্যামসাং
  3. 2026 সালেই মিলবে 10,000mAh ব্যাটারির ফোন, ইঙ্গিত দিলেন Realme-এর প্রেসিডেন্ট
  4. 6,500mAh ব্যাটারি, AI ফিচার্স সহ হাজির Honor X7d 5G, পড়লেও সহজে ভাঙবে না
  5. Realme 15T দেশে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, সঙ্গে ইয়ারফোন ফ্রি
  6. Vivo Y500: ভিভো বাজার তোলপাড় করে 8,200mAh ব্যাটারি স্মার্টফোন লঞ্চ করল
  7. Poco C85 সস্তায় 6,000mAh ব্যাটারি ও AI ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Flipkart Big Billion Days Sale 2025: ফ্লিপকার্ট আনছে দেশের সবথেকে বড় সেল, শুরু কবে
  9. OnePlus 15 স্মার্টফোনের ছবি ফাঁস হল, 2 বছর পর বদলে যাচ্ছে ক্যামেরার ডিজাইন
  10. Oppo লঞ্চ করল সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফোন, রয়েছে 7,000mAh ব্যাটারি ও 80W চার্জিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.