Vivo Y500 উন্নত ট্রিপল IP69+ ওয়াটারপ্রুফিং পেয়েছে। এর ফলে ফোনের মাদারবোর্ড বা অভ্যন্তরীণ পার্টসে জল ঢুকতে পারবে না।
Photo Credit: Vivo
Vivo Y500 ব্ল্যাক, ব্লু, ও পার্পল কালার অপশনে এসেছে
Vivo Y500 সোমবার 8,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল। চাইনিজ ব্র্যান্ডটির ইতিহাসে এটাই সবথেকে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। এই ব্যাটারি 90W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সমর্থন করে। এতে ভিভোর সবচেয়ে উন্নত ট্রিপল IP69+ ওয়াটারপ্রুফিং রয়েছে। এর ফলে মাদারবোর্ড বা অভ্যন্তরীণ পার্টসে জল ঢুকতে পারবে না। ফোনটি 4 ন্যানোমিটারের MediaTek Dimensity 7300 প্রসেসর দ্বারা পরিচালিত ও 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। Vivo Y500 মডেলটির অন্যতম বিশেষত্ব হল, AI-চালিত নেটওয়ার্ক সিলেকশন প্রযুক্তি। এর মাধ্যমে হ্যান্ডসেটটি নিজে থেকেই বুঝতে পারে কোথায় নেটওয়ার্ক দুর্বল হতে পারে। তখন এটি আগে থেকেই সবচেয়ে ভাল নেটওয়ার্কে কানেক্ট হয়, যাতে সিগন্যাল কমে না যায়।
Vivo Y500 এর সামনে 6.77 ইঞ্চির কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যা FHD+ রেজোলিউশন, 5,000 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট ও HDR10+ সাপোর্ট করে। ফোনটি 2.5 গিগাহার্টজ ক্লক স্পিডের ডাইমেনসিটি 7300 চিপসেটে চলে, যা 12 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম ও সর্বোচ্চ 512 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। সঙ্গে Mali -G615 জিপিইউ আছে। এতে Android 15-নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যার দেওয়া হয়েছে।
ছবি ও ভিডিও তোলার জন্য, ভিভো ওয়াই500 ডুয়াল রিয়ার ক্যামেরা পেয়েছে। এতে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (f/2.4) আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনটির সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.4) রয়েছে। ফোনটিতে একটি ওয়াল-পেনিট্রেটিং অ্যান্টেনা দেওয়া হয়েছে, যা চারদিক থেকেই সিগন্যাল গ্রহণ করতে পারে। এটি আগের প্রজন্মের তুলনায় সিগন্যালের শক্তি প্রায় 255 শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে।
Vivo Y500 এর মূল আকর্ষণ 8,200mAh আল্ট্রা-থিন ব্লু ওশান ব্যাটারি। একে আরও নিরাপদ, টেকসই, এবং দীর্ঘস্থায়ী করে সেমি-সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তি। এই ফোনে ডায়মন্ড রক আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, যা বডি আরও মজবুত ও টেকসই করে তোলে। এছাড়াও, ডিভাইসটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 6, এনএফসি, ডুয়াল স্পিকার, 3D প্যানোরমিক অডিও, ইত্যাদি।
চীনে Vivo Y500 এর দাম 1,399 ইউয়ান থেকে শুরু হচ্ছে। এটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, 12 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 512 জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,799 ইউয়ান (প্রায় 19,700 টাকা) ও 1,999 ইউয়ান (প্রায় 24,700 টাকা)। ফোনটি ব্ল্যাক, গ্রেসিয়ার ব্লু, ও ড্রাগন কালার অপশনে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন