Vivo Y90 এর দাম 6,990 টাকা
এই সপ্তাহেই পাকিস্তানে লঞ্চ হয়েছিল Vivo Y90। এবার ভারতে লঞ্চ হল বাজেট সেগমেন্টের এই স্মার্টফোন। Vivo Y90 ফোনে রয়েছে ওয়াটারড্রপ নচ, সিঙ্গেল রিয়ার ক্যামেরা, 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। আর Helio A22 চিপসেট। ফোনের ভিতরে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি।
ভারতে Vivo Y90 এর দাম 6,990 টাকা। কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। শনিবার থেকে দেশের সব জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে এই ফোন বিক্রি শুরু হবে। এছাড়াও সব রিটেল দোকানেও পাওয়া যাবে Vivo Y90।
ডুয়াল সিম Vivo Y90 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek Helio A22 চিপসেট। সাথে থাকছে 2GB RAM আর 32GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 512 GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য Vivo Y90 ফোনের পিছনে থাকছে একটি মাত্র ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 8 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ফোনের ক্যামেরায় একাধিক ফিচার ব্যবহার করেছে Vivo।
কানেক্টিভিটির জন্য Vivo Y90 ফোনে রয়েছে Wi-Fi 2.4GHz, Bluetooth 5, Micro-USB port, GPS, USB OTG আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন