সম্প্রতি প্রিপেড গ্রাহকদের জন্য 59 টাকার সাচেট প্ল্যান নিয়ে এসেছে Vodafone। এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। প্ল্যানের ভ্যালিডিটি 7 দিন। Jio -র 52 টাকা প্ল্যানের সামনে প্রতিযোগীতার সম্মুখীন হবে এই প্ল্যান। 59 টাকা রিচার্জে Vodafone প্রিপেড গ্রাহকরা 7 দিন দিনে 1GB ডেটা ব্যবহার করতে পারবেন।
ভারতে Vodafone ওয়েবসাইটে ইতিমধ্যেই 59 টাকার প্রিপেড প্ল্যান দেখা গিয়েছে। তবে এই প্ল্যানের সাথে শুধুমাত্র ডেটা ব্যবহার করা যাবে। কোন কলিং সুবিধা থাকছে না। সাত দিন ভ্যালিডিটির এই প্ল্যানে প্রিপেড গ্রাহকরা দিনে 1GB ডেটা ব্যবহার করতে পারবেন। Telecom Talk ওয়েবসাইটে প্রথম এই প্ল্যানের খবর সামনে এসেছে।
Vodafone প্রিপেডে 59 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 7 দিন
59 টাকা ছাড়াও Vodafone এর একটি 16 টাকার সাচেট প্ল্যান রয়েছে। সেই প্ল্যানেও দিনে 1GB ডেটা ব্যবহার করা যায়। সাথে কোন কলিং সুবিধা নেই। 16 টাকা প্ল্যানের ভ্যালিডিটি মাত্র 1 দিন।
একই ধরনের সুবিধা নিয়ে 52 টাকা প্ল্যান লঞ্চ করেছে Jio। জিও 52 টাকা প্ল্যানে মোট 1.05GB করে ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটিও 7 দিন। তবে Jio -র 52 টাকা প্ল্যানে গোটা দেশে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। প্রতিদিন 150MB ডেটা ব্যবহার করা যাবে এই প্ল্যানে। দৈনিক ডেটার সীমা শেষ হলে স্পিড কমে 64kbps হয়ে যাবে। সাথে থাকছে 70 টি মেসেজ। বেশি ডেটা ব্যবহারের সুবিধা না থাকলেও Jio প্ল্যানে রয়েছে আনলিমিটেড কল করার সুবিধা। অন্যদিকে ডেটা ব্যবহার যদি প্রাথমিক উদ্দেশ্য হয় তবে Vodafone এর 59 টাকা প্ল্যান গ্রাহকের বেশি কাজে লাগবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন