Photo Credit: Xiaomi
Xiaomi 15 সিরিজটি অনুমানিকভাবে কোম্পানীর পরবর্তী প্রজন্মের ফ্লাগশিপ স্মার্টফোন হিসেবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার চীনে লঞ্চ করা হবে। সিরিজটি দুটি মডেলের সমন্বয়ে এসেছে- Xiaomi 15 এবং Xiaomi 15 pro। নিশ্চিত করা হয়েছে যে, হ্যান্ডসেটগুলি বিশ্বের প্রথম স্মার্টফোন, যেটি কোয়ালকমের Snapdragon 8 Elite চিপসেটের মাধ্যমে চলবে। এটির লঞ্চের আগেই কোম্পানীর একজন কর্মী দুটি ডিভাইসেরই কিছু বৈশিষ্ট্য নিশ্চিত করেছে, যেমন-Xiaomi 15 Pro মডেলটিতে একটি 5X টেলিফোটো ক্যামেরা এবং একটি 6,100mAh ব্যাটারী থাকবে।
চীনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম Weibo-তে একাধিক পোস্টের মাধ্যমে Xiaomi দেখিয়েছে যে, Xiaomi 15 pro-তে ,Xiaomi 14 Pro-এর থেকে 38% বেশি উন্নতমানের একটি 6,100mAh এর ব্যাটারি থাকবে, যেটির শক্তির ঘনত্ব 850W/L। এর আগে, Xiaomi 14 Pro-তে একটি 4,800mAh-এর ব্যাটারী ছিল।
এছাড়াও উল্লেখযোগ্য হ্যান্ডসেটটি কাস্টোমাইজ করা উজ্জ্বল M9 পদার্থ ব্যবহারের মাধ্যমে, একটি 2K মাইক্রো-কার্ভড স্ক্রীনের সাথে সজ্জিত থাকবে, এবং এটির সর্বোচ্চ উজ্জ্বলতা 3,200নিট পর্যন্ত হবে এবং এটির কাঠামো 1.38 মিমি। লাইট-এমিটিং পদার্থটি সমগ্র শক্তি ব্যবহারের 10% খরচ কমাতে পারবে বলে জানা গিয়েছে। এছাড়াও Xiaomi 15 Pro মডেলটি, 5X পেরিস্কোপ ক্যামেরার দ্বারা 10X লসলেস জুম বৈশিষ্ট্যের সুবিধা পাবে। দুটি ফোনের ক্যামেরাগুলিতে লাইকা ব্র্যান্ডিং থাকবে, যা ইতিমধ্যেই একটি টিজারে দেখা যাচ্ছে।
Xiaomi 15 এবং Xiaomi 15 Pro উভয় হ্যান্ডসেটই কোম্পানীর হাইপার কোর প্রযুক্তির সাথে Snapdragon 8 Elite -চিপসেটের মাধ্যমে চালিত হবে। এই সংযুক্তকরণটি এটির পূর্বসূরীর তুলনায় 45% বেশি উন্নতমানের কার্যক্ষমতার দাবি করে, অথচ বলা হয়েছে সেই তুলনায় শক্তি খরচের পরিমাণ 52% কম হবে। কোম্পানী নিজের এই বৈশিষ্ট্যটির পাওয়ার ফিগার দেখিয়েছে একটা ছোট ভিডিও দিয়ে, যেখানে 11 ঘন্টা ধরে 2k রেজোলিউশনে একটি বড় 3D গেম চালানো হয়েছে। কোম্পানীর মতে Xiaomi 15 সিরিজটি প্রতি সেকেন্ডে ফ্রেম রেট 59.4 (fps) এবং 42.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখতে পারবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন