চীনের বাজার কাঁপিয়ে Xiaomi 17 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স অবাক করবে

Xiaomi 17 বৃহস্পতিবার Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর পরিচালিত প্রথম স্মার্টফোন হিসেবে চীনে লঞ্চ হয়েছে।

চীনের বাজার কাঁপিয়ে Xiaomi 17 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স অবাক করবে

শাওমি ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার অনুজ শর্মা Xiaomi 17 প্রদর্শন করেছেন

হাইলাইট
  • Xiaomi 17 Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
  • এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত বিশ্বের প্রথম ফোন
  • স্মার্টফোনটিতে 7,000mAh ব্যাটারি আছে
বিজ্ঞাপন

Xiaomi 17 সিরিজ বৃহস্পতিবার Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর পরিচালিত প্রথম স্মার্টফোন হিসেবে চীনে লঞ্চ হয়েছে। স্ট্যান্ডার্ড Xiaomi 17 ছাড়াও Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max এনেছে চাইনিজ টেক জায়ান্টটি। সংস্থার তরফে এবার জানানো হয়েছে, বেস অর্থাৎ স্ট্যান্ডার্ড Xiaomi 17 মডেলটি ভারতে শীঘ্রই লঞ্চ করবে তারা। শাওমি ইন্ডিয়া শুক্রবার Snapdragon Summit Global Highlights অনুষ্ঠানে দেশের বাজারের জন্য ফ্ল্যাগশিপ ফোনটিকে প্রদর্শন করেছে। সেখানে এর নীল রঙের ভেরিয়েন্ট দেখানো হয়েছে। এছাড়াও, এটি চীনে গোলাপী, কালো, ও সাদা রঙের বিকল্প উপলব্ধ। Xiaomi 17-এর হাইলাইটসের মধ্যে রয়েছে Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 16 জিবি পর্যন্ত র‍্যাম, 7,000mAh ব্যাটারি, অত্যাধুনিক কুলিং সিস্টেম, Dolby Atmos স্পিকার, 50W ওয়্যারলেস চার্জি।

Xiaomi 17 শীঘ্রই ভারতে আসছে

শাওমির ভারতীয় শাখার চিফ মার্কেটিং অফিসার অনুজ শর্মা স্ন্যাপড্রাগন সামিট গ্লোবাল হাইলাইটস ইভেন্টে নতুন লঞ্চ হওয়া শাওমি 17 প্রদর্শন করেছেন, যা স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেট দ্বারা চালিত। কোম্পানি শীঘ্রই ভারতে হ্যান্ডসেটটি লঞ্চ করবে বলে জানিয়েছে। তবে চাইনিজ ভেরিয়েন্টের মতো একই স্পেসিফিকেশন সহ ডিভাইসটি ভারতে আসবে কিনা তা স্পষ্ট নয়।

Xiaomi 17 স্পেসিফিকেশন ও দাম

Xiaomi 17 স্মার্টফোনে 6.3 ইঞ্চি এলটিপিও ওলেড ডিসপ্লে আছে যা 1-120 হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, শাওমি ড্রাগন ক্রিস্টাল গ্লাস প্রটেকশন, ও HDR10+ অফার করে। ফোনটি 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং 512 জিবি অব্দি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। এটি IP68 জল ও ধুলো প্রতিরোধী বিল্ড অফার করে। এতে থ্রিডি রিং-আকৃতির কুলিং সিস্টেম আছে, যা ঐতিহ্যবাহী ভেপার চেম্বার ইউনিটের থেকে তিনগুণ বেশি কার্যকর বলে দাবি করেছে শাওমি।

শাওমির নতুন ফ্ল্যাগশিপে Leica-টিউনড তিনটি ব্যাক ক্যামেরা আছে। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায়, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল Leica টেলিফটো ক্যামেরা (f/2.0) বর্তমান। সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটির রিয়ার ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ডিভাইসটির 7,000mAh ব্যাটারি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। চীনে Xiaomi 17-এর 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,499 ইউয়ান (প্রায় 56,200 টাকা)। এছাড়া, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম এবং 512 জিবি অনবোর্ড স্টোরেজের দাম যথাক্রমে 4,799 ইউয়ান (প্রায় 60,000 টাকা) ও 4,999 ইউয়ান (প্রায় 62,200 টাকা)।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. চীনের বাজার কাঁপিয়ে Xiaomi 17 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স অবাক করবে
  2. চীনে লঞ্চের আগেই ভারতে প্রদর্শিত হল OnePlus 15, পারফরম্যান্সে বাজিমাত
  3. প্রিমিয়াম ফোনের বাজার কাঁপাবে iQOO 15, থাকবে দুর্ধর্ষ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর
  4. 165Hz স্ক্রিন ও Snapdrgon 8 Elite Gen 5 চিপসেটের সঙ্গে বাজার কাঁপাতে আসছে OnePlus 15
  5. 50MP সেলফি ক্যামেরা, 7,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল Xiaomi 17 Pro ও 17 Pro Max, সামনে-পিছনে দু'দিকই ডিসপ্লে!
  6. Apple-এর ঘুম কেড়ে লঞ্চ হল Xiaomi 17, ক্যামেরা ও ফিচার্সে iPhone 17-কে টেক্কা
  7. টাচ করলেই পাল্টাবে ডিজাইন! অবিশ্বাস্য ফিচার নিয়ে হাজির Oppo Reno 14 5G Diwali Edition
  8. ভিডিও আর দেখা যাচ্ছে না, YouTube-এর নতুন নিয়মের গেরোয় ভুক্তভোগী ইউজাররা
  9. ফোনকে দেবে চার্জ, বিশাল 12,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Pad 2 Pro ট্যাব
  10. সবচেয়ে সস্তায় 72 দিনের প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2GB ডেটা
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »