iPhone 17-কে টেক্কা দিতে 25 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Xiaomi 17 সিরিজ, ফিচার্স Apple-এর থেকেও ভাল?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 সেপ্টেম্বর 2025 15:51 IST
হাইলাইট
  • Xiaomi এবার Ultra মডেলের বদলে Pro Max মডেল আনছে
  • Xiaomi 17 সিরিজে তিনটি ফ্ল্যাগশিপ মডেল আসছে
  • ফোনগুলি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে

Xiaomi 17 Pro মডেলেগুলি সেকেন্ডারি ডিসপ্লে অফার করবে

Photo Credit: Xiaomi

Xiaomi 17 সিরিজ এই সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে। অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোনের আগমনের দিনক্ষণ ঘোষণা করেছে শাওমি। এটি Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত প্রথম ডিভাইস হিসেবে আত্মপ্রকাশ করবে। এই সিরিজে স্ট্যান্ডার্ড Xiaomi 17, Xiaomi 17 Pro, এবং Xiaomi 17 Pro Max অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, Pro মডেলগুলির পিঠে একটি সেকেন্ডারি ডিসপ্লে থাকবে। শাওমির ভাষায়, একে 'ম্যাজিক ব্রিক স্ক্রিন' বলা হচ্ছে। এছাড়াও, সমস্ত মডেলে Leica-ব্র্যান্ডেড ক্যামেরা সেটআপ মিলবে।

Xiaomi 17 সিরিজ লঞ্চের তারিখ

Xiaomi 17 সিরিজ চীনে সেপ্টেম্বর 25, বৃহস্পতিবার লঞ্চ হবে। এই সিরিজে তিনটি মডেল আসবে — Xiaomi 17, Xiaomi 17 Pro, এবং Xiaomi 17 Pro Max। ফোনগুলি সরাসরি লেটেস্ট iPhone 17 লাইনআপকে চ্যালেঞ্জ জানাবে। নয়া ফ্ল্যাগশিপ মডেল লঞ্চের মাধ্যমে শাওমির লক্ষ্য,প্রিমিয়াম স্মার্টফোন মার্কেটে অ্যাপলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা।

Xiaomi 17 কোম্পানির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে৷ অন্য দিকে, Xiaomi 17 Pro শাওমির সবচেয়ে অত্যাধুনিক ছোট-আকারের সেরা ইমেজিং ফ্ল্যাগশিপ মডেল হবে। সবশেষে, Xiaomi 17 Pro Max কোম্পানির এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে আসতে চলেছে। তিনটি ফোনেই Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার হতে পারে।

Xiaomi 17 সিরিজ স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

Xiaomi 17 ফোনে 90W ফাস্ট চার্জিং সহ 7000mAh ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে। Xiaomi 17 Pro মডেলে 100W ফাস্ট চার্জিং সহ 6300mAh ব্যাটারি মিলবে। সবথেকে শক্তিশালী Xiaomi 17 Pro Max ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সহ 7500mAh ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে। সমস্ত মডেলেই ওয়্যারলেস বা তারহীন চার্জিং সাপোর্ট থাকবে।

Xiaomi 17 Pro-তে অতি-পাতলা বেজেল থাকবে, যা মাত্র 1.1 মিমি। এতে তিনটি 50 মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে — প্রাইমারি, আল্ট্রাওয়াইড, এবং 5x পর্যন্ত অপটিক্যাল জুম সহ টেলিফটো লেন্স। এগুলির সঙ্গে Leica-ব্র্যান্ডের রিয়ার ক্যামেরা ছবির গুণমান আরও বৃদ্ধি করবে। Xiaomi 17 Pro মডেলগুলির ব্যাক প্যানেলে ক্যামেরার পাশে একটি 'ম্যাজিক ব্যাক স্ক্রিন' থাকবে। এছাড়াও, জল ও ধুলো থেকে রক্ষার জন্য IP69 রেটিং থাকতে পারে।

উল্লেখ্য, Xiaomi 15T সিরিজ সেপ্টেম্বর 24 লঞ্চ হবে। তবে এটি গ্লোবালি রিলিজ হতে চলেছে। এই লাইনআপে Xiaomi 15T ও Xiaomi 15T Pro আসবে। বেস Xiaomi 15T ফোনটি MediaTek Dimensity 8400 Ultra চিপসেটে চলবে। এতে 120 হার্টজ AMOLED ডিসপ্লে এবং 5,500mAh ব্যাটারি থাকবে। ফোনটির অন্যতম আকর্ষণ হবে Leica-ব্র্যান্ডেড রিয়ার ক্যামেরা সিস্টেম এবং Leica Summilux অপটিক্যাল লেন্স।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং ও দুর্দান্ত ক্যামেরার সঙ্গে লঞ্চ হল স্টাইলিশ Oppo A6 Pro স্মার্টফোন
  2. 6,500mAh ব্যাটারি, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দারুণ 5G স্মার্টফোন আনল Vivo
  3. DSLR ভুলে যান, Oppo Find X8 সিরিজে থাকবে Hasselblad-এর চারটি ক্যামেরা
  4. হাতে ধরলেই বদলে যাবে রঙ, প্রথম লুকেই তাক লাগাল iQOO 15
  5. 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারির সঙ্গে 16 অক্টোবর লঞ্চ হবে Oppo Find X9 সিরিজ
  6. iPhone 17-কে টেক্কা দিতে 25 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Xiaomi 17 সিরিজ, ফিচার্স Apple-এর থেকেও ভাল?
  7. লঞ্চের আগেই OnePlus 15 স্মার্টফোনের আসল ছবি ফাঁস, ক্যামেরায় থাকছে চমক
  8. 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরার সঙ্গে Vivo X300 সিরিজ বাজার কাঁপাতে লঞ্চ হচ্ছে এই তারিখে
  9. Xiaomi ও Redmi পুজোর মুখে আনছে নতুন স্মার্টফোন ও ট্যাব, দাম ফাঁস হল
  10. Android আপডেট মিলবে 6 বছর , দুর্দান্ত ক্যামেরা ও AMOLED ডিসপ্লে সহ হাজির Samsung Galaxy A17 4G
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.