Xiaomi 15T, Xiaomi 15T Pro, ও Redmi Pad 2 Pro ট্যাবলেট সেপ্টেম্বর 24 গ্লোবালি লঞ্চ হতে চলেছে।
Photo Credit: Xiaomi
Xiaomi 14T সিরিজের (ছবিতে) মতো Xiaomi 15T সিরিজে Leica ক্যামেরা থাকবে
Xiaomi 15T সিরিজ সেপ্টেম্বর 24 গ্লোবালি লঞ্চ হতে চলেছে। শাওমির নতুন ফ্ল্যাগশিপ লাইনআপে Xiaomi 15T ও Xiaomi 15T Pro নামের দু'টি ফোন উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, একই দিনে লঞ্চ হতে পারে Redmi Pad 2 Pro ট্যাবলেট। কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণার আগেই, এখন তিনটি আসন্ন ডিভাইসের দাম ফাঁস হয়েছে। জানিয়ে রাখি, Xiaomi 15T মডেলটির অন্যতম আকর্ষণ হবে Leica-ব্র্যান্ডেড রিয়ার ক্যামেরা সেটআপ ও Leica Summilux অপটিক্যাল লেন্স। এই ফোনে 120 হার্টজ AMOLED ডিসপ্লে এবং MediaTek Dimensity 8400 Ultra প্রসেসর থাকবে।
টিপস্টার সুধাংশুর X (সাবেক টুইটার) পোস্ট অনুযায়ী, Xiaomi 15T-এর দাম গ্লোবাল মার্কেটে 649 থেকে শুরু হওয়ার সম্ভাবনা যা ভারতীয় মুদ্রায় প্রায় 67,000 টাকা। অন্যদিকে, Xiaomi 15T Pro মডেলের মূল্য হতে পারে 799 ইউরো (প্রায় 82,700 টাকা)। এই দাম ফোনগুলির 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজযুক্ত বেস মডেলের। শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপে Leica-ব্র্যান্ডেড রিয়ার ক্যামেরা সিস্টেম রাখবে বলে জানা গিয়েছে, যার মধ্যে Leica Summilux অপটিক্যাল লেন্স অর্ন্তভুক্ত থাকবে।
Xiaomi 15T ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং আই-কেয়ার টেকনোলজি সহ 6.83 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন ব্যবহার হবে। এতে 5,500mAh ব্যাটারি থাকতে পারে যা 67W ফাস্ট চার্জিং সমর্থন করবে। এছাড়াও, হ্যান্ডসেটটি HyperOS কাস্টম সফটওয়্যারে চলবে। তবে Android 16 নির্ভর নতুন HyperOS 3 কাস্টম স্কিন মিলবে কিনা, তা এখনও অজানা।
টিপস্টারের দাবি, Redmi Pad 2 Pro আসতে পারে 329 ইউরো মূল্যে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 34,000 টাকার সমান। এটি 6 জিবি র্যাম এবং 128 জিবি বেস মডেলের দাম। Xiaomi 15T সিরিজের সাথে ট্যাবটি সেপ্টেম্বর 24 বিশ্বব্যাপী লঞ্চ হতে চলেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এতে Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার হবে। ব্যাটারির ক্ষমতা 12,000 mAh হওয়ার সম্ভাবনা ও এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ট্যাবটিতে রিভার্স চার্জিং সাপোর্টও মিলতে পারে। অর্থাৎ একে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়াও, রেডমির নতুন ট্যাবে 2.5K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 12.1-ইঞ্চি ডিসপ্লে থাকবে। ডিভাইসটির একটি উল্লেখযোগ্য দিক হল অডিও সিস্টেম। এতে ডলবি অ্যাটমস সহ কোয়াড-স্পিকার সেটআপ মিলবে। সঙ্গে একটি 8 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট ও 3.5 মিমি অডিও জ্যাক থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Salliyargal Now Streaming Online: Where to Watch Karunaas and Sathyadevi Starrer Online?
NASA’s Chandra Observatory Reveals 22 Years of Cosmic X-Ray Recordings
Space Gen: Chandrayaan Now Streaming on JioHotstar: What You Need to Know About Nakuul Mehta and Shriya Saran Starrer