Xiaomi 17 Ultra সেপ্টেম্বর 22 থেকে সেপ্টেম্বর 27 তারিখের মধ্যে চীনে লঞ্চ হতে পারে।
Photo Credit: Xiaomi
The Xiaomi 17 Ultra is expected to succeed the Xiaomi 15 Ultra (pictured)
Xiaomi 17 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে চীনে লঞ্চ হচ্ছে। শাওমি ইতিমধ্যেই এই খবরে সিলমোহর দিয়েছে। এটি সংস্থার সবচেয়ে অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে। অফিসিয়াল লঞ্চ হওয়ার আগে এখন ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পিড প্রকাশ্যে চলে এসেছে। জানিয়ে রাখি, Xiaomi 17, Xiaomi 17 Pro, ও Xiaomi 17 Pro Max সেপ্টেম্বরে বিশ্বের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত ফোন হিসেবে লঞ্চ হয়েছিল। আসন্ন Xiaomi 17 Ultra এই লাইনআপের চতুর্থ ও টপ মডেল। ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
টেক ব্লগার Bald Panda-এর Weibo (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্ট অনুসারে, Xiaomi 17 Ultra মডেলে 6,800mAh ব্যাটারি থাকবে। এটি 100W ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এর পাশাপাশি ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে। তুলনাস্বরূপ, পূর্বসূরী Xiaomi 17 Ultra চলতি বছর মার্চে ভারতে 6,000mAh ব্যাটারি, 90W ওয়্যার্ড, ও 80W ওয়্যারলেস চার্জিং সাপোর্টের সঙ্গে লঞ্চ হয়েছিল।
শাওমি 17 আল্ট্রা মডেলটির কালার অপশনগুলোও ফাঁস হয়েছে। এটি সাদা, কালো, সবুজ, ও বেগুনী রঙে আসতে পারে। স্মার্টফোনটি সেপ্টেম্বর 22 থেকে সেপ্টেম্বর 27 তারিখের মধ্যে চাইনিজ মার্কেটে লঞ্চ হতে পারে। এটি Xiaomi এবং Leica-এর মধ্যে গড়ে ওঠা নতুন কৌশলগত কো-ক্রিয়েশন পার্টনারশিপের অধীনে আসা প্রথম পণ্য হবে।
ফাঁস হওয়া তথ্য অনুসারে, Xiaomi 17 Ultra ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম পেতে পারে — 50 মেগাপিক্সেল প্রাইমারি, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল, ও 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলতে পারে।
Xiaomi 15 Ultra-এর ফটোগ্রাফি সিস্টেমের কথা বললে, এতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি f/1.6 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 4.3x অপটিক্যাল জুম-যুক্ত একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত।
এছাড়াও, ফোনটিতে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে৷ এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 3200 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, ও 1440 x 3200 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এই ফোন Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা চালিত যা 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। উল্লেখ্য, ফোনটি ভারতে লঞ্চ হওয়ার সময় দাম 1,09,999 টাকা ছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New FIFA Game to Launch on Netflix Games in Time for FIFA World Cup Next Year
Honor Magic V6 Tipped to Launch With 7,200mAh Dual-Cell Battery, Snapdragon 8 Elite Gen 5 SoC