Xiaomi 17, Xiaomi 17 Pro, এবং Xiaomi 17 Pro Max সেপ্টেম্বরে চীনে লঞ্চ হয়েছে।
Xiaomi 17 Ultra হবে Xiaomi 15 Ultra-র আপগ্রেড ভার্সন
Xiaomi 17 Ultra নিয়ে বড় আপডেট এল৷ Xiaomi 17 সিরিজ সেপ্টেম্বরের শেষে চীনে লঞ্চ হয়েছে। Apple-এর iPhone 17 সিরিজকে টক্কর দিতে তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনেছে চাইনিজ সংস্থাটি — Xiaomi 17, Xiaomi 17 Pro, এবং Xiaomi 17 Pro Max। মনে করা হয়েছিল, Xiaomi 17 লাইনআপে এবার কোনও 'আলট্রা' মডেল থাকবে না। কিন্তু সূত্রের দাবি, Xiaomi 17 Ultra বাজারে আসতে চলেছে। এই ফোনটির হাইলাইট হবে দুর্ধর্ষ ক্যামেরা সেটআপ। এতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা সিস্টেম থাকবে। প্রসঙ্গত, Xiaomi 17 সিরিজ প্রথম স্মার্টফোন, যেখানে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
টিপস্টার ডিজিটাল চ্যাটে স্টেশনের দাবি, শাওমি 17 আলট্রা চারটি রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে। এর প্রাইমারি ক্যামেরায় একটি 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করতে পারে কোম্পানি। মেইন ক্যামেরাকে যোগ্য সঙ্গত দিতে তিনটি 50 মেগাপিক্সেল লেন্স থাকার সম্ভাবনা। এগুলির মধ্যে একটি ক্যামেরায় নতুন পেরিস্কোপ ক্যামেরা প্রযুক্তি থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে।
Xiaomi 17 Ultra কবে লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, পূর্বসূরী Xiaomi 15 Ultra চলতি বছর ফেব্রুয়ারি মাসে চীনে আত্মপ্রকাশ করেছিল। আর ভারতে এসেছিল তার পরের মাসে (মার্চ)। ফলে এটিও আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হয়ে যেতে পারে। নতুন ডিভাইসটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Xiaomi 17 কোম্পানির সবথেকে শক্তিশালী স্ট্যান্ডার্ড প্রিমিয়াম মডেল। এতে 120 হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট এবং 3,500 নিট পিক ব্রাইটনেস সহ 6.3 ইঞ্চি এলটিপিও ওলেড ডিসপ্লে আছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ Leica Summilux লেন্স আছে। সঙ্গে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেল Leica টেলিফটো ক্যামেরা বর্তমান। সামনের দিকে, একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। হ্যান্ডসেটটির 7,000mAh ব্যাটারি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
অন্য দিকে, Xiaomi 17 Pro ও Xiaomi 17 Pro Max — উভয় মডেলের ক্যামেরা মডিউলের চারপাশে একটি অভিনব সেকেন্ডারি ডিসপ্লে আছে, যাকে বলা হচ্ছে ম্যাজিক ব্যাক স্ক্রিন। এটি ফ্লাইট নোটিফিকেশন, ট্রেন টিকিট আপডেট, ডেলিভারি স্ট্যাটাস, সময়, ব্যাটারির চার্জ, মিউজিক প্লেব্যাক সহ প্রচুর তথ্য দ্রুত প্রদর্শন করে। পিছনের ক্যামেরা ব্যবহার করে সরাসরি সেলফিও তোলা যায়৷ Pro মডেলে 6,300mAh ব্যাটারি রয়েছে, তবে Pro Max ভেরিয়েন্টে 7,500mAh ব্যাটারি পাওয়া যায়। দূই ফোনেই 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন