স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মার্টফোনে বিশাল ছাড় নিয়ে এল Xiaomi। বুধবার দুপুর 12 টা থেকে Mi.com ওয়েবসাইটে এই সেল শুরু হয়েছে।
Photo Credit: Twitter/ Redmi India
Redmi Note 7 Pro ফোনে থাকছে এক্সচেঞ্জ অফার
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মার্টফোনে বিশাল ছাড় নিয়ে এল Xiaomi। বুধবার দুপুর 12 টা থেকে Mi.com ওয়েবসাইটে এই সেল শুরু হয়েছে। Flipkart এ 8 অগাস্ট থেকে 10 অগাস্ট পর্যন্ত সস্তা হবে বিভিন্ন Xiaomi স্মার্টফোন। Amazon এ সেল চলবে 8 অগাস্ট থেকে 11 অগাস্ট পর্যন্ত। SBI ক্রেডিট কার্ড গ্রাহকরা Amazon থেকে কেনাকাটায় 10 শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন।
এই সেলে প্রথম Redmi Note 7 Pro ফোনের দাম কমলো। 12,999 টাকায় Redmi Note 7 Pro বেস ভেরিয়েন্ট পাওয়া যাবে। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 13,999 টাকা আর 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 15,999 টাকা খরচ হবে। ফেব্রুয়ারি মাসে ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল। একই সাথে সস্তা হয়েছে Redmi 7S। 3GB RAM + 32GB স্টোরেজে Redmi Note 7S বিক্রি হচ্ছে 9,999 টাকায়। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 7S পাওয়া যাচ্ছে 11,999 টাকায়।
2GB RAM + 32GB স্টোরেজে বেস ভেরিয়েন্টের Redmi 7 পাওয়া যাচ্ছে 7,499 টাকায়। 3GB RAM ভেরিয়েন্টে এণই ফোনের দাম কমে হয়েছে 8,499 টাকা।
8,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Y3 বেস ভেরিয়েন্ট। 4GB RAM + 64GB স্টরেজে এই ফোন কিনতে 10,999 টাকা খরচ হবে।
7,999 টাকায় 4GB RAM + 64GB স্টোরেজের Redmi Y2 পাওয়া যাচ্ছে। 12,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Note 6 Pro ফোনের 6GB RAM ভেরিয়েন্ট।
4GB RAM + 64GB স্টোরেজে MI A2 কিনতে 8,999 টাকা খরচ হবে। 11,999 টাকায় এই ফোন বিক্রি হয়। 6,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi 6 Pro। আর 5,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi 6A।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Canon EOS R6 Mark III Mirrorless Camera With 32.5-Megapixel Sensor Launched in India: Price, Features