শুক্রবার লঞ্চ হল Xiaomi র লেটেস্ট ফ্ল্যাগশিপ Mi 8। বেজিং এ কোম্পানির বার্ষিক লঞ্চ ইভেন্টে এই ফোনটি লঞ্চ করেছে চিনের টেক কোম্পানিটি। নতুন ফ্ল্যাগশিপে প্রিমিয়াম ফিচার আশা করেছিলেন সকলেই। আর সেই পথেই হাঁটল Xiaomi। এই ফোনের ভিতরে আছে লেটেস্ট Snapdragon 845 চিপসেট, 12 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ইনফ্রারেড ফেস আনলক আর 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও Mi 8 এর একটি এক্সপ্লোরার এডিশান লঞ্চ করা হয়েছে। শুধুমাত্র সেই এডিশানেই পাওয়া যাবে থ্রি ডি ফেস রিকগনিশান, ডিসপ্লের নীচে ফিংগারপ্রিন্ট স্ক্যানার আর ট্রান্সপারেন্ট ব্যাক। প্রত্যাশামতোই এই ইভেন্টেই Mi 8 SE স্মার্টফোনটিও লঞ্চ করেছে Xiaomi।
চিনে নতুন Mi 8 এর দাম 2,600 ইউয়ান (প্রায় 28,600 টাকা)। 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কেনা যাবে এই দামে। যদিও চিনে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 2,999 ইউয়ান (প্রায় 31,600 টাকা)। এছাড়াও কোম্পানি লঞ্চ করেছে Mi 8 এর একটি 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। চিনে Mi 8 এর এই ভেরিয়েন্টের দাম 3,299 ইউয়ান (প্রায় 34,800 টাকা)। সাদা, সোনালি, হাল্কা নীল ও কালো রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে Xiaomi র লেটেস্ট ফ্ল্যাগশিপ। এছাড়াও একটি Mi 8 এক্সপ্লোরার এডিশান লঞ্চ করেছে Xiaomi। 8GB RAM আর 128GB স্টোরেজ থাকবে এই ভেরিয়েন্টে। চিনে Mi 8 এক্সপ্লোরার এডিশানের দা, 3,699 ইউয়ান (প্রায় 39,000 টাকা)।
ডুয়াল সিম Mi 8 এ চলবে লেটেস্ট MIUI 10। Mi 8 এর সামনে আছে একটি 6.21 ইঞ্চি Full HD+ Sansung AMOLED ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 88.5%। ফোনের ভিতরে আছে লেটেস্ট Snapdragon 845 চিপসেট। কোম্পানির দাবি এই ফোনের AnTuTu বেঞ্জমার্ক স্কোর 301,472। Mi 8 এর ভিততে রয়েছে 6GB / 8GB RAM। তবে 8GB RAM পাওয়া যাবে শুধুমাত্র Mi 8 এক্সপ্লোরার এডিশানে।
Mi 8 এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যাম্রাতে রয়েছে একটি 12 MP প্রাইমারি সেট আপ। যাতে থাকবে 4 অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশান। ডুয়াল পিক্সেল আটোফোকাস, AI পোট্রেট। কোম্পানির দাবি DxOMark ফোটো স্কোরে বিশাল 105 পয়েন্ট পেয়েছে Mi 8। Mi 8 এর সামনে রয়েছে একটি 20 MP সেলফি ক্যামেরা। 64GB, 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে কিনতে পাওয়া যাবে নতুন Mi 8। এছাড়াও এই ফোনের ভিতরে রয়েছে একটি 3400 mAh ব্যাটারি।
কানেক্টিভিটির জন্য Mi 8 এ রয়েছে 4G VoLTE, Bluetooth 5.0, NFC, GPS, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন