মাত্র 18 দিনে রেকর্ড সংখ্যক Mi 8 সিরিজের ফোন বিক্রির খবর জানালো Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুন 2018 12:18 IST
হাইলাইট
  • ছিল। 5 জুন থেকে চিনে এই ফোনগুলি বিক্রি শুরু হয়
  • 18 দিনে Mi 8 সিরিজের 10 লক্ষ ফোন বিক্রি হয়েছে
  • টুইটারে কোম্পানির এই সাফল্যের কথা জানিয়েছেন Xiaomi

 

গত মাসে চিনে এক ইভেন্টে Mi 8, ছোট Mi 8 SE আর প্রিমিয়াম Mi 8 Explorer Edition লঞ্চ করেছিল Mi Xiaomi। এই ফোনগুলির ডিসপ্লের উপরে একটি কালো নচ ছিল। 5 জুন থেকে চিনে এই ফোনগুলি বিক্রি শুরু হয়। আর মাত্র 18 দিনে Mi 8 সিরিজের 10 লক্ষ ফোন বিক্রি হয়েছে বলে জানালো Xiaomi। কোম্পানির গ্লবাল স্পোকপার্সেন ডোনোভান সাং আরও জানিয়েছেন Mi.com এই মুহুর্তে ভারতের তৃতীয় বৃহতম স্মার্টফোন ই-কমার্স প্ল্যাটফর্ম।

টুইটারে কোম্পানির এই সাফল্যের কথা জানিয়েছেন সাং। গত মাসে চিনে লঞ্চ হয়েছিল Mi 8। ডুয়াল সিম Mi 8 এ চলবে লেটেস্ট MIUI 10। Mi 8 এর সামনে আছে একটি 6.21 ইঞ্চি Full HD+ Sansung AMOLED ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 88.5%। ফোনের ভিতরে আছে লেটেস্ট Snapdragon 845 চিপসেট। কোম্পানির দাবি এই ফোনের AnTuTu বেঞ্জমার্ক স্কোর 301,472। Mi 8 এর ভিততে রয়েছে 6GB / 8GB RAM। তবে 8GB RAM পাওয়া যাবে শুধুমাত্র Mi 8 এক্সপ্লোরার এডিশানে।

Mi 8 এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যাম্রাতে রয়েছে একটি 12 MP প্রাইমারি সেট আপ। যাতে থাকবে 4 অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশান। ডুয়াল পিক্সেল আটোফোকাস, AI পোট্রেট। কোম্পানির দাবি DxOMark ফোটো স্কোরে বিশাল 105 পয়েন্ট পেয়েছে Mi 8। Mi 8 এর সামনে রয়েছে একটি 20 MP সেলফি ক্যামেরা। 64GB, 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে কিনতে পাওয়া যাবে নতুন Mi 8। এছাড়াও এই ফোনের ভিতরে রয়েছে একটি 3400 mAh ব্যাটারি।

কানেক্টিভিটির জন্য Mi 8 এ রয়েছে 4G VoLTE, Bluetooth 5.0, NFC, GPS, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর USB Type-C পোর্ট।

চিনে নতুন  Mi 8 এর দাম 2,600 ইউয়ান (প্রায় 28,600 টাকা)। 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কেনা যাবে এই দামে। যদিও চিনে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 2,999 ইউয়ান (প্রায় 31,600 টাকা)।  এছাড়াও কোম্পানি লঞ্চ করেছে Mi 8 এর একটি 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। চিনে Mi 8 এর এই ভেরিয়েন্টের  দাম 3,299 ইউয়ান (প্রায় 34,800 টাকা)। সাদা, সোনালি, হাল্কা নীল ও কালো রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে Xiaomi র লেটেস্ট ফ্ল্যাগশিপ। এছাড়াও একটি Mi 8 এক্সপ্লোরার এডিশান লঞ্চ করেছে  Xiaomi। 8GB RAM আর 128GB স্টোরেজ থাকবে এই ভেরিয়েন্টে।   চিনে Mi 8 এক্সপ্লোরার এডিশানের দা, 3,699 ইউয়ান (প্রায় 39,000 টাকা)।

 
KEY SPECS
Display 5.88-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3120mAh
OS Android Oreo
Resolution 1080x2244 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme GT 8 Pro ফোনের আরও ফিচার ঘোষণা হল, 120W ফাস্ট চার্জিং এবং 2K ডিসপ্লের সঙ্গে ভারতে আসছে
  2. Huawei ইতিহাস সৃষ্টি করে বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা স্মার্টফোন আনছে
  3. OnePlus 15T বিশাল 7,000mAh ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ বাজার কাঁপাতে আসছে
  4. Realme GT 8 Pro এই তারিখে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হতে পারে
  5. Vivo X300 সিরিজ গ্লোবালি 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. Jio গ্রাহকদের জন্য জ্যাকপট, 35,000 টাকা দামের Google AI Pro ফ্রি-তে কীভাবে পাবেন জেনে নিন
  7. 50MP সেলফি ক্যামেরা ও 6,000mAh ব্যাটারির Vivo ফোন 8,300 টাকা সস্তা হল!
  8. Realme GT 8 Pro নভেম্বরে ভারতে লঞ্চের ঘোষণা হল, 200MP ক্যামেরায় ঝড় তুলবে
  9. iQOO Neo 11 লঞ্চ হল, এত কমে 16 জিবি র‍্যাম, 7,500mAh ব্যাটারি, 2K অ্যামোলেড ডিসপ্লে কেউ দিতে পারবে না
  10. Instagram: ইনস্টাগ্রাম সম্পূর্ণ বদলে যাচ্ছে, বিরক্তিকর বাজে রিলস থেকে মিলবে মুক্তি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.