ছবিতে Mi 9 সিরিজের নতুন ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে। এর সাথেই এই ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। অনেকেই বলছে Mi 9T নামে বাজারে আসতে চলেছে এই স্মার্টফোন।
Photo Credit: Twitter / Xiaomi
Mi 9 সিরিজে নতুন ফোন নিয়ে আসছে Xiaomi
Mi 9 সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Xiaomi। ইতিমধ্যেই এই ফোনের একটি ছবি প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। সেই ছবিতে Mi 9 সিরিজের নতুন ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে। এর সাথেই এই ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। অনেকেই বলছে Mi 9T নামে বাজারে আসতে চলেছে এই স্মার্টফোন।
সম্প্রতি প্রকাশিত টিজারে Mi 9 সিরিজের কথা উল্লেখ না করলেও ফোনের পিছনের গ্রেডিয়েন্ট ফিনিশ দেখে মনে হচ্ছে Mi 9 সিরিজেই লঞ্চ হবে এই ফোন। এইন ফোনে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। পরিবর্তে থাকছে ফুল স্ক্রিন ডিসপ্লে। অর্থাৎ এই ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা।
ইতিমধ্যেই তাইওয়ান ও থাইল্যান্ডে সার্টিফিকেশন ওয়েবসাইটে দুটি নতুন Xiaomi ফোন দেখা গিয়েছে। ইন্টারনেটে জল্পনা সম্প্রতি লঞ্চ হওতা Redmi K20 ফোনের নাম বদলে Mi 9T নামে লঞ্চ হবে এই ফোন। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেনি Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9s, Oppo Find X9 Ultra, Oppo Find N6 Global Launch Timelines and Colourways Leaked