শোনা যাচ্ছে Xiaomi একটা নয় বরং দু দুটি অ্যান্ড্রোয়েড ওয়ান স্মার্টফোন এক সাথে বানাচ্ছে.
শোনা যাচ্ছে Xiaomi একটা নয় বরং দু দুটি অ্যান্ড্রোয়েড ওয়ান স্মার্টফোন এক সাথে বানাচ্ছে. Mi 6 Xটি নাম পরিবর্তিত হয়ে Mi A2 অ্যান্ড্রোয়েড ওয়ান স্মার্টফোন হিসেবে আসছে. কিন্তু এছাড়াও শোনা যাচ্ছে যে আরো দুটো নতুন অপেক্ষাকৃত কম দামের স্মার্টফোন আনতে চলেছে এই কোম্পানি, যা চিরকালই কম দামের ভালো ফোন জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য খ্যাত. ফার্মওয়াইয়ার ফাইল গুলো থেকে জানা গেছে যে নতুন দুটো ফোনএর কোড নাম হলো "জেসমিনস্প্রাউট" ও "ডেইসিস্প্রাউট ". "স্প্রাউট " কথা টির মানে হলো এটি গুগল এর অ্যান্ড্রোয়েড ওয়ান প্রজেক্টের অংশ. এর মধ্যে কোনো MIUI সিস্টেম নেই এবং A /B পার্টিশন আছে.
ওই ফাইল থেকে জানা গেছে যে "জেসমিন_স্প্রাউট" এ কোয়ালকম স্নাপড্রাগন 660 SoC আছে. এছাড়াও এর মধ্যে শেয়ার্ড EXIF মডেল ও শেয়ার্ড ফ্রন্ট ক্যামেরাও থাকবে.
ডেভেলপারদের মতে "ডেইসি স্প্রাউট" ও অ্যান্ড্রোয়েড ওয়ান ডিভাইস হতে চলেছে যদিও এটি "জেসমিন স্প্রাউট " এর থেকেনিম্ন মানের. এটা বোঝা যাচ্ছে স্মার্ট ফোনটি বেশ কমদামে পাওয়া যাবে. এতে অ্যান্ড্রোয়েড 8.1.0 ওরিও এবং প্রজেক্ট ট্রেবল সাপোর্ট পাওয়া যাবে. তবে আমরা কি পেতে চলেছি তার দেখার জন্যে আমাদের এখন অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters