Photo Credit: Twitter/ Sudhandhu Ambhore
শিঘ্রই চিনে নতুন CC সিরিজ স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। CC সিরিজের প্রথম দুটি স্মার্টফোন CC9 আর CC9e। ইতিমধ্যেই CC9 ফোনের ছবি প্রকাশ করেছে Xiaomi। সম্প্রতি এক রিপোর্টে Xiaomi Mi A3 ফোনের ছবি প্রকাশিত হয়েছে। গাঢ় নীল রঙে Mi A3 ফোনের ছবি সামনে এসেছে। এই ফোনের ডিজাইন নতুন Xiaomi CC ফোনের ডিজাইনের সাথে মিলে যাচ্ছে।
2 জুলাই চিনে CC সিরিজ স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। তার ঠিক আগে একই ডিজাইনে Mi A3 ফোনের ছবি সামনে এল। ইতিমধ্যেই ট্যুইটারে এই ফোনের ছবি প্রকাশিত হয়েছে। গ্রেডিয়েন্ট ফিনিশে লঞ্চ হবে নতুন এই স্মার্টফোন। সাদা ও গাড় নীল রঙে Mi A3 ফোনের ছবি সামনে এসেছে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ দেখা গিয়েছে। তবে ট্যুইটারে প্রকাশিত ছবিতে Mi A3 ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। তাই মনে করা হচ্ছে এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে চলেছে।
এখনও পর্যন্ত Mi A3 ফোন সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। তবে এই ফোনে থাকতে পারে Snapdragon 700 সিরিজ চিপসেট। Mi A3 ফোনের সাথেই Mi A3 Lite লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি।
Mi 5X এর নাম বদলে Mi A1 নামে প্রথম Android One স্মার্টফোন লঞ্চ করেছিল Xiaomi। পরে Mi 6X ফোনের নাম বদলে লঞ্চ হয়েছিল Mi A2। এবার চিনের বাইরে Mi A3 নামে লঞ্চ হতে পারে CC সিরিজের প্রথম স্মার্টফোন। গত বছর অগাস্ট মাসে Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছিল Mi A2।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন