ভারতে Xiaomi কার চার্জার বেসিকের দাম 599 টাকা
ভারতে নতুন গাড়ির চার্জার লঞ্চ করল Xiaomi। নতুন এই চার্জারে Quick Charge 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। আগের ভার্সানের মতোই নতুন চার্জারে থাকছে দুটি চার্জিং পোর্ট। এই চার্জার ব্যবহার করে একসাথে দুটি ডিভাইস চার্জ করা যাবে। কালো রঙে পাওয়া যাবে Xiaomi –র নতুন কার চার্জার।
ভারতে Xiaomi কার চার্জার বেসিকের দাম 599 টাকা। তবে Mi.com ওয়েবসাইট থেকে 499 টাকায় এই চার্জার কেনা যাচ্ছে। এই চার্জারের দুটি পোর্ট ব্যবহার করে একসাথে দুটি ডিভাইস চার্জ করা যাবে। তবে একটি পোর্টে Quick Charge 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। Quick Charge 3.0 পোর্টে লাল রঙের পোর্ট থাকবে। যে কোন স্মার্টফোন, ট্যাবলেট ও পাওয়ারব্যাঙ্ক চারত্রজ করা যাবে। তবে Quick Charge 3.0 পোর্টে চার্জ করতে ডিভাইসে Quick Charge 3.0 সাপোর্ট থাকা বাধ্যতামূলক।
পলিকার্বোনেট মেটিরিয়াল ব্যবহার করে Xiaomi কার চার্জার বেসিক তৈরী হয়েছে। থাকছে একটি LED। চার্জার কানেক্টেড থাকলে এই আলো জ্বলে উঠবে। কম আলোতে ভার্জিং পোর্ট খুঁজে পেতে সাহায্য করবে এই আলো।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন