ভারতে Xiaomi -র পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে শুরু হল Mi Sale 2019। Amazon, Flipkart আর Mi.com থেকে তিন দিনের এই সেল শুরু হয়েছে। 25 জুলাই পর্যন্ত চলবে Mi Sale 2019। Xiaomi স্মার্টফোনে 7,500 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Amazon। এর সাথেই পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে থাকছে 3,300 টাকা অতিরিক্ত ছাড়। ইএমআই ট্রানজাকশানে Amazon আর Mi.com থেকে কেনাকাটাই SBI ক্রেডিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 5 শতাংশ ছাড় পাবেন। এই সেলে সস্তা হয়েছে Redmi 7, Redmi Note 7S, Redmi Note 7 Pro, Redmi 6A, Redmi Y3, Mi A2, Redmi 6 Pro সহ একগুচ্ছ জনপ্রিয় স্মার্টফোন। এর সাথেই দুপুর 12 টায় বিক্রি শুরু হয়েছে Mi Neckband Bluetooth Earphones।
Amazon এ Mi Sale 2019 সেলে 7,499 টাকা থেকে Redmi 7 ফোনের বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনের দুটি ভেরিয়েন্টেই থাকছে 500 টাকা ছাড়। 1,000 টাকা সস্তা হয়েছে Redmi Y3 ফোনের দুই ভেরিয়েন্ট। এর ফলে 8,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Redmi Y3।
9,999 টাকা থেকে Mi A2 বিক্রি করছে Xiaomi। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে 4GB RAM Mi A2 কিনলে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। 6GB RAM ভেরিয়েন্টে এক্সচেঞ্জে 3,000 টাকা ছাড় মিলছে।
6,999 টাকার পরিবর্তে এই সেলে 6,199 টাকায় পাওয়া যাচ্ছে Redmi 6A। 9,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi 6 Pro ফোনের 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। 6,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Redmi 6। এছাড়াও এই সেলে 899 টাকা থেকে পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করছে Xiaomi।
Flipkart এ Redmi Note 7S ফোনে থাকছে 1,000 টাকা ছাড়। 9,999 টাকায় এই ফোনের বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Poco F1 কিনলে 8,000 টাকা পর্যন্ত ছাড় নিলবে।
আজ ওপেন সেলে বিক্রি হবে Redmi 7A আর Redmi Note 7 Pro। এছাড়াও Flipkart এ সস্তা হয়েছে Redmi Y2 আর Redmi Go। 999 টাকায় পাওয়া যাচ্ছে Mi Band HRX। 12,499 টাকায় পাওয়া যাচ্ছে Mi TV 4 Pro আর 21,999 টাকায় পাওয়া যাচ্ছে 43 ইঞ্চি Mi TV 4A Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন