ভারতে চার বছর পুর্তি উপলক্ষ্যে একাধিক অফার লঞ্চ করল Xiaomi। 10 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত এই অফার চলবে। যে কোন গ্রাহক এই তিন দিনের সেলে অংশ নিয়ে পারবেন।
মাত্র 4 টাকার ফ্ল্যাশ সেলে Mi LED Smart TV 4 (55-inch), Redmi Y2, Redmi Note 5 Pro আর Mi Band 2 ডিভাইস কেনা যাবে। এর সাথেই Mi Mix 2 আর Mi Max 2 ফোনে বিশাল ছাড় দেবে Xiaomi।