Photo Credit: Weibo
Mi Mix 3 তে থাকবে স্লাইডার ক্যামেরা ডিজাইন
জুলাই মাস থেকে Xiaomi Mi Mix 3 এর বিষয়ে একের পর এক খবর ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। আগামী 15 অক্টোবর লঞ্চ হবে Xiaomi Mi Mix 3। কয়েকদিন আগেই কোম্পানির তরফ থেকে জানানো হয়ছিল অক্টোবরেই বাজারে আসবে এই ফোন। এবার জানা গেল 15 অক্টোবর লঞ্চ হবে Mi Mix 3। বিক্রি শুরু অক্টোবরের শেষে।
চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে সম্প্রতি একটি পোস্টার প্রকাশিত হয়েছে। এই পোস্টারে জানা গিয়েছে আগামী 15 অক্টোবর চিনে লঞ্চ হবে Mi Mix 3। তবে এখনো Xiaomir –র তরফ থেকে অফিশিয়ালি এই ফোন লঞ্চের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
Xiaomi Mi Mix 3 পোস্টার
ছবি সৌজন্যে: Weibo
Mi Mix 3 তে থাকবে স্লাইডার ক্যামেরা ডিজাইন। এর আগে Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। আগে এক রিপোর্টে জানা গিয়েছে 6GBRAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 510 মার্কিন ডলার (প্রায় 36,300 টাকা)। 6GB/ 128GB স্টোরেজ ভেরিয়েন্টে দাম 555 মার্কিন ডলার (প্রায় 39,500 টাকা)। 8GB RAM /128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 600 মার্কিন ডলার (প্রায় 42,700 টাকা)। আর প্রিমিয়াম 8GB RAM/ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 645 মার্কিন ডলার (প্রায় 45,900 টাকা)।
Mi Mix 3 তে থাকবে Samsung QHD+ AMOLED ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট আর 20MP সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন