কোম্পানির অফিশিয়াল ফোরামে এই আপডেটের খবর জানানো হয়েছে। ইতিমধ্যেই Redmi 4 স্মার্টফোনে MIUI 10 ডাউনলোড করা যাচ্ছে। এছাড়াও নতুন সাউন্ড সিস্টেম যোগ হয়েছে এই দুটি ফোনে।
MIUI 10.1.1.0 আপডেটে এই Redmi 4A স্মার্টফোনে জেসচার নেভিগেশান ফিচার যোগ হল
সম্প্রতি একাধিক Xiaomi স্মার্টফোনে পৌঁছে গিয়েছে কোম্পানির নিজস্ব MIUI স্কিনের লেটেস্ট আপডেট MIUI 10। এবার Redmi 4 আর Redmi 4A ফোনে পৌঁছালো এই আপডেট। MIUI 10.1.1.0 আপডেটে এই দুটি স্মার্টফোনে জেসচার নেভিগেশান ফিচার যোগ হল। এছাড়াও নতুন আপডেটে একাধিক সিস্টেম অ্যাপে উন্নতি হয়েছে।
কোম্পানির অফিশিয়াল ফোরামে এই আপডেটের খবর জানানো হয়েছে। ইতিমধ্যেই Redmi 4 স্মার্টফোনে MIUI 10 ডাউনলোড করা যাচ্ছে। এছাড়াও নতুন সাউন্ড সিস্টেম যোগ হয়েছে এই দুটি ফোনে। এই আপডেটের সাথেই Redmi 4 আর Redmi 4A গ্রাহকরা অক্টোবর মাসের সিকিউরিটি প্যাচ পেয়ে যাবেন। নিজের Redmi 4 বা Redmi 4A ফোনে এই আপডেট পৌঁছেছে কী না জানতে Settings > About phone > System updates > Check for updates এ যান।
তবে ফাস্টবুট থেকে রিকভারি রম ফ্ল্যাশ করেও Redmi 4A ফোনে MIUI 10.1.1.0 আপডেট ইনস্টল করতে পারবেন।
আপডেট শুরুর আগে ফোনে 80 শতাংশ চার্জ থাকা বাধ্যতামূলক। এছাড়াও MIUI 10.1.1.0 আপডেট শুরুর আগে ফোনের সম্পূর্ণ ব্যাক আপ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ACT Fibernet Launches Revamped Broadband Plans Starting at Rs. 499
Apple Announces App Store Awards 2025 Winners; Top Apps Include Tiimo, Cyberpunk 2077: Ultimate Edition, and More