লঞ্চের আগেই ফাঁস হল Redmi 8A ফোনের ছবি ও স্পেসিফিকেশন

Redmi 8A ফোনে থাকবে একটি 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Snapdragon 439 চিপসেট। শিঘ্রই বাজেট সেগমেন্টে এই ফোন লঞ্চ করবে Xiaomi।

লঞ্চের আগেই ফাঁস হল Redmi 8A ফোনের ছবি ও স্পেসিফিকেশন

Photo Credit: SlashLeaks

Redmi 8A ফোনের পিছনে থাকবে 12 মেগাপিক্সেল ক্যামেরা

হাইলাইট
  • Redmi 8A ফোনে থাকছে 5,000mAh ব্যাটারি
  • ফোনের ভিতরে থাকবে Snapdragon 439 চিপসেট
  • সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা
বিজ্ঞাপন

বেশ কয়েক দিন ধরেই Redmi 8 সিরিজ লঞ্চের খবর সামনে আসছে। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে Redmi 8 ফফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। এবার Redmi 8 সিরিজের আরও একটি নতুন ফোন সামনে এল। সম্প্রতি Redmi 8A ফোনের ছবি সামনে এসেছে। ইন্টারনেটে প্রকাশিত ছবিতে লাল রঙে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ছবি ছাড়াও সোমবার এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে।

Redmi 8A ফোনে থাকবে একটি 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Snapdragon 439 চিপসেট। সম্প্রতি SlashLeaks ওয়েবসাইটে এই বাজেট স্মার্টফোনের ছবি ফাঁস হয়েছে। লাল রঙের এই ফোনের পিছনে গ্লসি ফিনিশ দেখা গিয়েছে। এছাড়াও ফোনের পিছিনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর সাথেই তজাকছে Redmi ব্র্যান্ডিং। প্রুকাশিত ছবি থেকেই এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে একাধিক তথ্য জানা গিয়েছে। Xiaomi -র নতুন এই বাজেট স্মার্টফোনের ভিতরে থাকবে একটি 2.0 GHz ক্লক স্পিডের Snapdragon 439 চিপসেট।

এছাড়াও Redmi 8A ফোনে থাকছে 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI স্কিন। M1908C3IH মডেল নম্বরে লঞ্চ হবে এই ফোন। ফোনের ভিতরে থাকবে একটি 5,000 mAh ব্যাটারি। অনেকেই মনে করছেন TENAA ওয়েবসাইটে প্রকাশিত সেই ফোন আসলে Redmi 8A।

এই সিরিজের Redmi 7 ফোনে Snaodragon 632 চিপসেট ব্যবহার করেছিল বেজিং এর কোম্পানিটি। এই সিরিজের পরবর্তী স্মার্টফোনে Snapdragon 400 সিরিজ চিপসেট দেখে অনেকে বিস্মিত হয়েছেন।

সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল এই ফোনে থাকবে একটি 6.21 ইঞ্চি HD+ ডিসপ্লে। 2GB RAM + 16GB স্টোরেজ, 3GB RAM + 32GB স্টোরেজ আর 4GB RAM + 64GB  স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। ফোনের পিছনে থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Redmi 8A এর ওজন 190 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio সিম আছে? নতুন Gemini 3 মডেল সহ 35,100 টাকার AI পরিষেবা সবার জন্য ফ্রি!
  2. ভারতীয় সংস্থা Wobble চীনা ব্র্যান্ডদের টক্কর দিতে নতুন ফোন লঞ্চ করল, চার ক্যামেরা ও 12GB র‍্যাম রয়েছে
  3. Exclusive: iQOO 15 এর দাম লঞ্চের এক সপ্তাহ আগেই ফাঁস, বাজার কাঁপাতে পারবে?
  4. Poco F8 সিরিজ 6500mAh ব্যাটারি নিয়ে আসছে, লুকস ও ফিচার্সে একদম নতুনত্ব
  5. OnePlus Ace 6T সবথেকে পাওয়ারফুল 8000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হচ্ছে নভেম্বরে
  6. Oppo Reno 15C সস্তায় প্রিমিয়াম ডিজাইন এবং ট্রিপল ক্যামেরা সহ ডিসেম্বরে লঞ্চ হবে
  7. 50MP সেলফি ক্যামেরার 5G ফোন 14,000 টাকা কমে মিলছে, 18 মিনিটেই ব্যাটারি ফুল চার্জ!
  8. Poco আনছে তাদের ইতিহাসে সবথেকে শক্তিশালী স্মার্টফোন, ফিচার্স চমকে দেবে
  9. Moto G57 Power ভারতে নভেম্বর 24 লঞ্চ হচ্ছে, সস্তায় 7,000mAh ব্যাটারি ও 50MP Sony ক্যামেরা থাকবে
  10. Oppo Find X9 সিরিজ 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, ফোনেই এবার DSLR-এর ছবি
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »