শিঘ্রই MediaTek Helio G90 সিরিজ চিপসেট ব্যবহার করে গেমিং স্মার্টফোন লঞ্চ করবে Redmi।
এই প্রথম Redmi ব্র্যান্ডের অধীনে গেমিং ফোন লঞ্চ করবে Xiaomi
সম্প্রতি গেমিং স্মার্টফোনে ব্যবহারের জন্য নতুন Helio G90 সিরিজ চিপসেট লঞ্চ করেছে MediaTek। নতুন এই চিপসেট ব্যবহার করে এবার গেমিং স্মার্টফোন লঞ্চ করবে Redmi।বুধবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘোষনা করেছে চিনের কোম্পানিটি। Xiaomi ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন ট্যুইটারে একটি টিজার পোস্ট করেছেন। সেখানে জানানো হইয়েছে শিঘ্রই MediaTek Helio G90 সিরিজ চিপসেট ব্যবহার করে গেমিং স্মার্টফোন লঞ্চ করবে Redmi।
MediaTek Helio G90 সিরিজ লঞ্চের সময় স্টেজে জৈন জানিয়েছিলেন Helio G90T চিপসেট ব্যবহার করে গেমিং স্মার্টফোন নিয়ে আসবে Xiaomi। এছাড়াও ভারতে গেমিং স্মার্টফোন সম্পর্কে কয়েকটি পরিসংখ্যান দিয়েছিলেন তিনি। ভারতে 2.2 কোটি গেমার রয়েছেন। এরা দিনে অন্তত 42 মিনিট গেম খেলেন। ভারত বিশ্বের প্রথম পাঁচটি গেমিং স্মার্টফোন বাজারের একটি। আগামী দুই বছরে ভারতের গেমিং বাজার 100 কোটি মার্কিন ডলার ছাড়াতে পারে।
তবে Redmi ব্র্যান্ডের অধীনে MediaTek Helio G90T চিপসেট সহ স্মার্তটফোন লঞ্চ করবে Xiaomi। সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে শিঘ্রই গোটা বিশ্বে Redmi ব্র্যান্ডের অধীনে এই স্মার্টফোন লঞ্চ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26, Galaxy S26+ and Galaxy S26 Ultra Will Reportedly Go on Sale in March