ডিসেম্বরে চিনে Redmi K30 লঞ্চ করে সবাইকে চমকে দিয়েছিল Xiaomi। এর পরেই একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi K30 Pro। সম্প্রতি Redmi -র জেনারেল ম্যানেজার লু ওয়েইবিং জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই Redmi K20 Pro বিক্রি বন্ধ হবে। লঞ্চের এক বছরের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় এই ফোন বিক্রি বন্ধ করে দেওয়ার খবর সামনে আসার পর অনেকেই অবাক হয়েছেন।
ওয়েইবিং জানিয়েছেন ইতিমধ্যেই গোটা বিশ্বে 50 লক্ষ Redmi K20 Pro বিক্রি হয়েছে। যদিও ফেব্রুয়ারির পরে এই ফোন বিক্রি বন্ধ করে দেবে চিনের কোম্পানিটি। 2019 সালের মে মাসে চিনে এই ফোন লঞ্চ করেছিল Xiaomi। অর্থাৎ লঞ্চের নয় মাসের মধ্যেই এই ফোন বিক্রি বন্ধ করে দিচ্ছে বেজিংয়ের কোম্পানিটি।
এটাই Mi 10! লঞ্চের আগে প্রকাশ্যে এল ছবি ও স্পেসিফিকেশন
যদিও কোন দেশে Redmi K20 Pro বিক্রি বন্ধ হবে তা জানাননি লু। এই বিষয়ে Xiaomi -কে প্রশ্ন করলে কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছেন, “ভারতে Redmi K20 Pro বিক্রি চলতে থাকবে। এটাই ভারতে আমাদের এক নম্বর প্রিমিয়াম স্মার্টফোন।”
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
সম্প্রতি একাধিক রিপোর্টে Redmi K30 Pro -এর বিভিন্ন ফিচার সামনে এসেছিল। 2019 সালের প্রথমার্ধে চিনে এই ফোন লঞ্চ হতে পারে। Redmi K30 Pro তে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। ফোনের পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। Redmi K30 -এর মতোই Redmi K30 Pro -তেও ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনে থাকবে হল-পাঞ্চ ডিসপ্লে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন