Photo Credit: Letsgodigital
2018 সালে স্মার্টফোনে ডিসপ্লে নচ জনপ্রিয় হয়েছিল 2019 সালে জনপ্রিয় হতে চলে ফোল্ডেবেল স্মার্টফোন। প্রায় সব স্মার্টফোন কোম্পানিই নিজেদের ফোল্ডেবেল স্মার্টফোন ডিজাইন নিয়ে হাজির হচ্ছে। এবার চিনের স্মাত্ররটফোন কোম্পানি ZTE এর ফোল্ডেবেল স্মার্টফোনের ডিজাইন সামনে এল। এই ফোনে Motorola Razr এর ফোল্ডেবেল ফোনের ডিজাইন ব্যবহার হয়েছে।
সম্প্রতি একটি পেটেন্ট অ্যাপ্লিকেশান ফাইল করেছে ZTE। এই পেটেন্টে উপর নীচে ফোল্ড করা যাবে স্মার্টফোনের ডিসপ্লে। সম্প্রতি Motorola Razr এর ফোল্ডেবেল স্মার্টফোনের কনসেপ্টেও একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।
ফাইল করা পেটেন্টে ফল্ডেবেল স্মার্টফোনের ডিজাইন সামনে এসেছে। উপর নীচে ভিতরের দিকে ভাঁজ হবে এই ফোনের ডিসপ্লে। ফোনের পিছনে ক্যামেরা দেখা গেলেও ফোনে কোনও সেলফি ক্যামেরা চোখে পড়েনি। ZTE ফোল্ডেবেল স্মার্টফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ক্যামেরার নীচে থাকছে LED ফ্ল্যাশ। ফোনে Android অপারেটিংস সিস্টেম চলবে। ZTE AXON ব্র্যান্ডের অধীনে লঞ্চ হবে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন