সূর্যের আরও কাছে পৌঁছালো মানুষের তৈরী কোন জিনিস। সম্প্রতি নতুন এই রেকর্ড করেছে নাসার পার্কার সোলার প্রোব। এই বছরেই সূর্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পার্কার সোলার প্রোব। সোমবার এক বিবৃতিতে সূর্যের কাছে এই যান পৌঁছে যাওয়ার খবর প্রকাশ করেছে নাসা।
“29 অক্টোবর পুরনো রেকর্ড সূর্য থেকে 26.55 মিলিয়ান মাইল (42.73 মিলিয়ান কিমি) দূরত্বের অতিক্রম করেছে মহাকাশ যানটি।”
“এর আগে 1976 সালে জার্মান-আমেরিকান মহাকাশযান হেলিওস টু মানুষের তৈরী কোন যান হিসাবে সূর্যের সবথেকে কাছে পৌঁছে যাওয়ার রেকর্ড ধরে রেখেছিল।”
এই বছর অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল পার্কার সোলার প্রোব। সূর্যের ভিতরের অজানাকে জানার উদ্দেশ্যে সূর্যের দিকে আই যান পাঠিয়েছিল নাসা।
সূর্যের চারদিকে মোট 24 বার পৌঁছাবে পার্কার সোলার প্রোব। যা আর একটি রেকর্ড। শিঘ্রই মানুষের তৈরী দ্রুততম যানের রেকর্ড ভেঙে ফেলবে এই যান। এই মুহুর্তে এই রেকর্ড 153,454 মাইল (2,46,960 কিমি) প্রতি ঘন্টা গতিতে ধরে রেখেছে হেলিওস টু। 31 ডিসেম্বর সুর্যের খুব কাছে পৌঁছা যাবে পার্কার সোলার প্রোব। 2024 সাল পর্যন্ত একাধিকবার সূর্যের খুব কাছে পৌঁছে যাবে মানুষের তৈরী এই যান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন