আপাতত কোন গবেষণার কাজে নয় শুধুমাত্র সব যন্ত্র সঠিকাবে কাজ করছে কী না তা পরীক্ষা করার জন্যই এই ছবি তোলা হয়েছে। ক্যামেরা ছাড়াও যানের অন্য তিন যন্ত্রাংশ থেকেও বিইন্ন তথ্য পাঠানো হয়েছে।
আগামী সাত বছরে ডিমের আকারে সূর্যের চারপাশে মোট 24 বার ঘুরবে পার্কার সোলার প্রোব। এই সময় সর্বোচ্চ 450,000 মাইল প্রতি ঘন্টা গতিতে সুর্যকে প্রদক্ষিণ করবে যানটি।
এই হিট শিল্ডের সাহায্যে সূর্যের গরম সারফেসের চার মিলিয়ান মাইলের মধ্যে প্রবেশ করবে এই যান। যেখান সূর্যের করনার ভিতরে চলতে থাকা কাজ কর্ম সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এই যান।