Poco Pad M1 could be the rebranded version of Redmi Pad 2 Pro
Photo Credit: X/Sudhanshu Ambhore
Poco মূলত স্মার্টফোন বিক্রি করার জন্য পরিচিত। তবে শাওমির সাব-ব্র্যান্ডটি 2024 সালে তাদের প্রথম ট্যাবলেট, Poco Pad বাজারে এনেছিল। সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করলেও, ট্যাবটির উত্তরসূরী মডেলের উপর কাজ শুরু হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। Poco Pad M1 নামে আসন্ন ডিভাইসটির ব্যাটারি ও প্রসেসরে বড় আপগ্রেড থাকবে। এটি 12,000mAh ব্যাটারি দ্বারা পরিচালিত হবে বলে জানা গিয়েছে, যেখানে পূর্বসূরী মডেলে 10,000mAh ব্যাটারি আছে। নতুন ট্যাবটিতে Snapdragon 7s Gen 4 চিপসেট ব্যবহার করা হবে। Poco Pad M1 এর রেন্ডার, স্পেসিফিকেশন, এবং ফিচার্সের পাশাপাশি দাম ফাঁস হয়েছে।
টিপস্টার সুধাংশু আম্ভোরের X পোস্ট অনুযায়ী, পোকো প্যাড এম1 ট্যাবের সামনে 12.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকবে, যা 2.5K রেজোলিউশন (1,600 × 2,560 পিক্সেল) ও 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। ছবি ও ভিডিয়ো তোলার জন্য, ট্যাবলেটের পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ভিডিও কল ও সেলফি তোলার জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
পোকোর এই ট্যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 4 চিপসেটে রান করবে। এটি LPDDR4X র্যাম এবং UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। মেমোরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 বাড়ানোর সুবিধা মিলবে। সফটওয়্যারের দিক থেকে এতে Android 15 নির্ভর HyperOS 2 কাস্টম স্কিম প্রি-ইনস্টলড থাকবে। এটি আকার-আকৃতিতে 279.8 x 181.65 x 7.5 মিমি এবং ওজন 610 গ্রাম।
Poco Pad M1 ট্যাবের সবথেকে বড় হাইলাইট হল 12,000mAh ক্ষমতার বিশাল ব্যাটারি। এটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, ট্যাবটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে কোয়াড স্পিকার, ব্লুটুথ 5.4, IP53-স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, ও Wi-Fi 6। এই ট্যাবলেটের দাম ইউরোপে 349 ইউরো হতে পারে যা ভারতীয় মুদ্রায় প্রায় 35,800 টাকা। এটি 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য।
উল্লেখ্য, Poco Pad M1 ট্যাবটি Redmi Pad 2 Pro-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে যা সেপ্টেম্বরে Xiaomi 15T সিরিজের স্মার্টফোনের সঙ্গে গ্লোবালি লঞ্চ হয়েছিল। এই ট্যাবলেটের স্ক্রিন কম নীল আলো নির্গমন করার জন্য TÜV রাইনল্যান্ড সার্টিফায়েড। মেমোরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বাড়ানো যায়। ব্যাটারি রিভার্স চার্জিং সাপোর্ট করার ফলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যায়। Poco Pad M1 নভেম্বরের শেষে বা ডিসেম্বর মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.