Redmi Pad 2 Pro একটি 12,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে৷ ট্যাবটি পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে।
Photo Credit: Redmi
Redmi Pad 2 Pro ট্যাবলেটের মুখ্য আকর্ষণ 12,000mAh ব্যাটারি
Redmi Pad 2 Pro বুধবার Xiaomi 15T সিরিজের স্মার্টফোনের সঙ্গে গ্লোবালি লঞ্চ হয়েছে। নতুন রেডমি ট্যাবটি WiFi ও 5G ভেরিয়েন্টে এসেছে। ডিভাইসটিতে 12,000mAh ব্যাটারি এবং Snapdragon 7s Gen 4 প্রসেসর রয়েছে। এটি স্টাইলেস প্যান সাপোর্ট করার কারণে সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত। Redmi Pad 2 Pro-এর অন্যান্য ফিচার্সের মধ্যে ডলবি ভিশন সাপোর্ট সহ 2.5K রেজোলিউশনের ডিসপ্লে, 2 টেরাবাইট পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ বৃদ্ধির সুবিধা, Dolby Atmos সাপোর্টযুক্ত কোয়াড স্পিকার সেটআপ, রিভার্স চার্জিং, হাই-রেজ অডিও, এবং Google Gemini AI অ্যাসিস্ট্যাস্ট উল্লেখযোগ্য।
Android 15 নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে Redmi Pad 2 Pro। ট্যাবের সামনে 12.1 ইঞ্চি LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 16:10 অ্যাসপেক্ট রেশিও, 600 নিট পিক ব্রাইটনেস, ও 2.5K (1,600×2,560 পিক্সেল) রেজোলিউশন, এবং ডিসি ডিমিং সাপোর্ট করে। ট্যাবটির স্ক্রিনে কম নীল আলো, ফ্লিকার-ফ্রি এবং সার্কাডিয়ান স্ট্যান্ডার্ডের জন্য ট্রিপল TÜV রাইনল্যান্ড সার্টিফিকেশন আছে।
রেডমি প্যাড 2 প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 4 চিপসেটের সঙ্গে এসেছে। এটি 8 জিবি LPDDR4x র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মেমরি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ছবি এবং ভিডিয়ো তোলার জন্য, ট্যাবলেটের পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। সামনে ভিডিও কলিং ও সেলফি তোলার জন্য একটি 8 মেগাপিক্সেল সেন্সর আছে। উভয় ক্যামেরার ফ্রেম অ্যাপারচার f/2.0।
ডিভাইসটিতে কোয়াড স্পিকার বর্তমান। এটি ডলবি অ্যাটমস, হাই-রেজ অডিও, এবং 300 শতাংশ অডিও বুস্ট সাপোর্ট করে। রেডমির নতুন ট্যাবে 12,000mAh ক্ষমতার বিশাল ব্যাটারি আছে। এটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার 27 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে। ট্যাবটি অপশনাল কীবোর্ড ও রেডমি স্টাইলাস পেনের সঙ্গে কেনা যেতে পারে।
Redmi Pad 2 Pro-এর দাম 299.99 ইউরো (6 জিবি + 128 জিবি) থেকে শুরু হচ্ছে যা ভারতীয় মুদ্রায় 31,000 টাকার সমান। অন্যদিকে, 5G ভেরিয়েন্টটির মূল্য শুরু 379.99 ইউরো (প্রায় 40,000 টাকা) থেকে। কীবোর্ড ও স্টাইলাস প্লেন কিনতে চাইলে ভারতীয় মুদ্রায় প্রায় 17,000 টাকা বেশি খরচ করতে হবে। ট্যাবটি ল্যাভেন্ডার পার্পল, সিলভার ও গ্রাফাইট গ্রে কালার অপশনে উপলব্ধ। এটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation