Samsung Galaxy Tab A11+ মডেলে 7,040mAh ব্যাটারি থাকতে পারে
Photo Credit: Android Headlines/ @OnLeaks
Samsung সম্প্রতি Galaxy Tab S11 সিরিজ ও Galaxy Tab S10 Lite লঞ্চ করেছে। এই ট্যাবগুলো মিড-রেঞ্জ থেকে প্রিমিয়াম সেগমেন্টে এসেছে। তাই এবার বাজেট ট্যাব বাজারে আনতে চলেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। Samsung Galaxy Tab A11 এবং Galaxy Tab A11+ এর ডিজাইন রেন্ডার এবং স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। স্ট্যান্ডার্ড Galaxy Tab A11 মডেলটিতে MediaTek Helio G99 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। অন্য দিকে, আরও উন্নত Galaxy Tab A11+ ভেরিয়েন্টে 5G কানেক্টিভিটি সাপোর্ট সহ MediaTek Dimensity 7300 চিপসেট ব্যবহার হতে পারে। এতে 25W চার্জিং সাপোর্ট সহ 7,040mAh ব্যাটারি থাকবে। এছাড়া, ট্যাবগুলি সাত বছরের জন্য Android আপগ্রেড পাবে বলে বলে জানা গিয়েছে।
টিপস্টার অনলিকসের সঙ্গে হাত মিলিয়ে অ্যান্ড্রয়েড হেডলাইনস Samsung Galaxy Tab A11 সিরিজের মার্কেটিং রেন্ডার ফাঁস করেছে। ছবি থেকে আপকামিং ট্যাবগুলোর স্পেসিফিকেশন ও ডিজাইন সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। লুকসে আহামরি কিছু নেই। দেখতে বাজেট ট্যাবলেটের মতোই। উভয় ট্যাবের পিছনে সিঙ্গেল রিয়ার ক্যামেরা আছে৷ রঙের বিকল্প দু'টো — সিলভার ও গ্রে।
রিপোর্টে দাবি করা হয়েছে যে, Galaxy Tab A11 একটি 8.7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসবে যার রিফ্রেশ রেট 90 হার্টজ ও রেজোলিউশন 800×1,340 পিক্সেল। অন্য দিকে, Galaxy Tab A11+ মডেলটিতে 90 হার্টজ রিফ্রেশ রেট, কিন্তু 1,200×1,920 পিক্সেল রেজোলিউশনের আরও বড় 11 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ট্যাব দু'টি যথাক্রমে মিডিয়াটেক হেলিও জি99 এবং ডাইমেনসিটি 7300 চিপসেটে চলবে।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ11 এবং ট্যাব এ11+ উভয় মডেলেই 8 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে। বেস মডেলটি 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ও 8 জিবি + 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টে আসবে বলে জানা গিয়েছে। অন্য দিকে, ট্যাব এ11+ উপলব্ধ হতে পারে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে।
স্ট্যান্ডার্ড Galaxy Tab A11-এ 5,100mAh ব্যাটারি রয়েছে যা 15W ওয়্যার্ড (তারযুক্ত) চার্জিং সাপোর্ট করে। এর পরিমাপ 211×124.7×8 মিমি এবং ওজন 335 গ্রাম (ওয়াই-ফাই ভেরিয়েন্ট) এবং 337 গ্রাম (এলটিই ভেরিয়েন্ট)। অন্য দিকে, প্লাস ভেরিয়েন্টে 7,040mAh ব্যাটারি রয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর পরিমাপ 257.1×168.7×6.9 মিমি এবং ওজন 480 গ্রাম (ওয়াই-ফাই) এবং 491 গ্রাম (5G মডেল)।
Samsung Galaxy Tab A11 এবং Galaxy Tab A11+ উভয়ই Android 15-ভিত্তিক One UI 7.0 কাস্টম সফটওয়্যারে চলবে বলে বলে মনে হচ্ছে। Samsung ট্যাবলেটগুলিতে 7 বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং সিকিউরিটি আপডেট সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি ট্যাবে IP52 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং মিলতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.