100 টাকা ও 500 টাকার রিচার্জ ফিরিয়ে আনলো Airtel। এই দুটি রিচার্জে 28 দিন আউটগোয়িং ভ্যালিডিটি সাথেই থাকছে আনলিমিটেড অ্যাক্টিভেশন ভ্যালিডিটি। ইতিমধ্যেই এই দুই অফার ফিরে এলেও সারা ভারতের সব গ্রাহক এই অফার ব্যবহার করতে পারবেন কি না তা জানা যায়নি। টেলিকম বাজারে প্রতিযোগিতা চরমে। রোজ নতুন প্ল্যান নিয়ে আসছে Jio ও Vodafone এর মত প্রতিযোগী কম্পানী গুলি। তাই গ্রাহকের মন জয় করতে প্রিপেইডে এই দুটি অফার ফিরিয়ে আনলো এক সময় ভারতের এক নম্বর টেলিকম কোম্পানি।
আরও পড়ুন: এবার Jio Phone থেকেই বুক করুন ট্রেনের টিকিট
কোম্পানির MyAirtel অ্যাপ থেকে 100 টাকা ও 500 টাকা রিচার্জ করা যাচ্ছে। টকটাইম বিভাগে এই দুটি রিচার্জ ফিরে এসেছে। 100 টাকার প্ল্যানে 81.75 টাকা টকটাইম পাওয়া যাবে। সাথে থাকছে 28 দিন আউটগোয়িং কলের সুবিধা।
আরও পড়ুন: লম্বা ভ্যালিডিটির নতুন দুটি প্রিপেড প্ল্যান নিয়ে এল Airtel
অন্যদিকে 500 টাকা প্ল্যানে 420.73 টাকা টকটাইম পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে ও থাকছে 28 দিন আউটগোইং ভ্যালিডিটি। তবে এই দুটি প্লেন এর সাথে কোন মোবাইল ডেটা অথবা SMS এর সুবিধা পাওয়া যাবে না।
আরও পড়ুন: Jio এফেক্ট! মাত্র 99 টাকায় আনলিমিটেড প্ল্যান নিয়ে এল BSNL
এই সপ্তাহের গোড়ায় 1699 টাকায় 365 দিন ভ্যালিডিটি রিচার্জ নিয়ে এসেছিল Airtel। 1,699 টাকা Airtel প্রিপেড প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল এর সুবিধা পাওয়া যাবে। সাথে থাকবে দিনে 100 টি SMS আর 1GB ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। কোম্পানির অন্যান্য প্ল্যানের মতোই 1,699 টাকা প্ল্যানের সাথেও থাকছে বিনামূল্যে Airtel TV সাবস্ক্রিপশান ব্যবহারের সুবিধা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন