Airtel 189 টাকায় তাদের সবচেয়ে সস্তা আনলিমিটেড কলিং প্ল্যান এনেছে
Photo Credit: Reuters
Airtel গ্রাহকদের সুরাহা দিতে 189 টাকার একটি নতুন রিচার্জ প্যাক চালু করেছে যা দেশজুড়ে আনলিমিটেড কলিং করতে দেবে। এটি ভারতীয় টেলিকম সংস্থাটির সবচেয়ে সস্তা আনলিমিটেড ভয়েস কল প্ল্যান, যার মেয়াদ 3 সপ্তাহ বা 21 দিন। গ্রাহকরা এই প্যাকে রিচার্জ করলে 1 জিবি হাইস্পিড ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে দিনে সর্বোচ্চ 100টি SMS পাঠানোর সুবিধা পাবেন। এবং প্ল্যানটির মেয়াদ থাকাকালীন মোট 300টি৷ যদি আরও বেশি ভ্যালিডিটি পেতে চান, তাহলে 10 টাকা অতিরিক্ত খরচ করে 199 টাকার রিচার্জ করতে পারেন। এটি 28 দিনের জন্য আনলিমিটেড কল করতে দেবে ও 2 জিবি ডেটা ফিক্সড।
এয়ারটেলের প্রিপেড ব্যবহারকারীদের একটা বড় অংশ সাধারণ রোজগেরে এবং নিম্নবিত্ত মানুষ। অনেক বয়স্ক গ্রাহকেরাও রয়েছেন যারা শুধু কথা বলার করার জন্য মোবাইল ব্যবহার করেন। এমন গ্রাহকদের জন্যই নতুন প্ল্যানটি নিয়ে এসেছে টেলিকম সংস্থাটি। 189 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটিতে 21 দিনের জন্য দেশজুড়ে আনলিমিটেড লোকাল, এসটিডি, ও রোমিং কল করা যাবে।
189 টাকার রিচার্জ প্ল্যানটি মোট 1 জিবি ডেটা ব্যবহার করতে দেবে। যারা বাড়ি থেকেই অফিসের কাজ করেন এবং ইন্টারনেটের জন্য ব্রডব্যান্ডের উপর নির্ভরশীল, তারা নতুন প্ল্যানে রিচার্জ করে খরচ কমাতে পারেন। এই প্ল্যানে মাসে 300টি এবং দৈনিক সর্বাধিক 100টি SMS পাঠাতে পারবেন। কোটা শেষ হয়ে গেলে লোকাল 1 টাকা এবং এসটিডি এসএমএস পিছু 1.5 টাকা ধার্য করবে এয়ারটেল।
এয়ারটেল কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত সমস্ত রিচার্জ প্ল্যানের মধ্যে নতুন 189 টাকার প্রিপেইড প্ল্যানটি সবচেয়ে সস্তা, যা আনলিমিটেড লোকাল, এসটিডি, ও রোমিং কল অফার করে। তবে মনে রাখবেন, এয়ারটেলের টার্মস ও কন্ডিশন পেজে এই প্ল্যানের সুবিধা শুধুমাত্র উত্তরপ্রদেশ (পূর্ব) এবং বিহার সার্কেলে পাওয়া যাবে বলে উল্লেখ করা আছে। ভারতের বাকি অংশে কবে উপলব্ধ হবে তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, Airtel সম্প্রতি 1 জিবি ডেটা লোনের সুবিধা চালু করেছে। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে দ্রুত দৈনিক ডেটা শেষ হয়ে গেলে খুব সমস্যার। তাই 1 জিবি ডেটা লোন হিসেবে ক্রেতাদের দিচ্ছে সংস্থা। এর জন্য প্রথমে কোনও টাকা লাগবে না। আপনার পরবর্তী রিচার্জের সময় পরিশোধ করতে পারবেন। যদি সামান্য একটু ডেটা অবশিষ্ট থাকে, তাহলে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ খুলে লোন নিতে পারবেন।
যদি ডেটা পুরো শেষ হয়ে যায়, তাহলে USSD কোডের মাধ্যমে ডেটা লোন নিতে পারেন। এর জন্য ফোনের ডায়ালার অ্যাপ খুলে *567*3# লিখুন ও কল বোতাম টিপুন। এরপর পপ-আপ উইন্ডো খুলে গেলে উপযুক্ত উত্তর দিন। তারপরেই আপনার নম্বরে 1 জিবি ডেটা ঢুকে যাবে। মনে রাখবেন, এয়ারটেল ডেটা লোন সুবিধা পেতে সক্রিয় রিচার্জ প্ল্যান থাকতেই হবে। আর এই ডেটা কেবল একই দিনে রাত 12টা পর্যন্ত বৈধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.