কথা বলুন প্রাণভরে, Airtel সবচেয়ে সস্তায় আনলিমিটেড কলিং রিচার্জ প্ল্যান নিয়ে এল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 জুলাই 2025 13:16 IST
হাইলাইট
  • Airtel কোম্পানির নতুন 189 টাকার প্ল্যানের মেয়াদ 21 দিন
  • এটি এয়ারটেলের সবচেয়ে সস্তা আনলিমিটেড কলিং প্ল্যান
  • 300টি SMS ও 1 জিবি ডেটা পাবে গ্রাহকেরা

Airtel 189 টাকায় তাদের সবচেয়ে সস্তা আনলিমিটেড কলিং প্ল্যান এনেছে

Photo Credit: Reuters

Airtel গ্রাহকদের সুরাহা দিতে 189 টাকার একটি নতুন রিচার্জ প্যাক চালু করেছে যা দেশজুড়ে আনলিমিটেড কলিং করতে দেবে। এটি ভারতীয় টেলিকম সংস্থাটির সবচেয়ে সস্তা আনলিমিটেড ভয়েস কল প্ল্যান, যার মেয়াদ 3 সপ্তাহ বা 21 দিন। গ্রাহকরা এই প্যাকে রিচার্জ করলে 1 জিবি হাইস্পিড ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে দিনে সর্বোচ্চ 100টি SMS পাঠানোর সুবিধা পাবেন। এবং প্ল্যানটির মেয়াদ থাকাকালীন মোট 300টি৷ যদি আরও বেশি ভ্যালিডিটি পেতে চান, তাহলে 10 টাকা অতিরিক্ত খরচ করে 199 টাকার রিচার্জ করতে পারেন। এটি 28 দিনের জন্য আনলিমিটেড কল করতে দেবে ও 2 জিবি ডেটা ফিক্সড।

Airtel এর নতুন 189 টাকার আনলিমিটেড রিচার্জ প্ল্যান

এয়ারটেলের প্রিপেড ব্যবহারকারীদের একটা বড় অংশ সাধারণ রোজগেরে এবং নিম্নবিত্ত মানুষ। অনেক বয়স্ক গ্রাহকেরাও রয়েছেন যারা শুধু কথা বলার করার জন্য মোবাইল ব্যবহার করেন। এমন গ্রাহকদের জন্যই নতুন প্ল্যানটি নিয়ে এসেছে টেলিকম সংস্থাটি। 189 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটিতে 21 দিনের জন্য দেশজুড়ে আনলিমিটেড লোকাল, এসটিডি, ও রোমিং কল করা যাবে।

189 টাকার রিচার্জ প্ল্যানটি মোট 1 জিবি ডেটা ব্যবহার করতে দেবে। যারা বাড়ি থেকেই অফিসের কাজ করেন এবং ইন্টারনেটের জন্য ব্রডব্যান্ডের উপর নির্ভরশীল, তারা নতুন প্ল্যানে রিচার্জ করে খরচ কমাতে পারেন। এই প্ল্যানে মাসে 300টি এবং দৈনিক সর্বাধিক 100টি SMS পাঠাতে পারবেন। কোটা শেষ হয়ে গেলে লোকাল 1 টাকা এবং এসটিডি এসএমএস পিছু 1.5 টাকা ধার্য করবে এয়ারটেল।

এয়ারটেল কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত সমস্ত রিচার্জ প্ল্যানের মধ্যে নতুন 189 টাকার প্রিপেইড প্ল্যানটি সবচেয়ে সস্তা, যা আনলিমিটেড লোকাল, এসটিডি, ও রোমিং কল অফার করে। তবে মনে রাখবেন, এয়ারটেলের টার্মস ও কন্ডিশন পেজে এই প্ল্যানের সুবিধা শুধুমাত্র উত্তরপ্রদেশ (পূর্ব) এবং বিহার সার্কেলে পাওয়া যাবে বলে উল্লেখ করা আছে। ভারতের বাকি অংশে কবে উপলব্ধ হবে তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, Airtel সম্প্রতি 1 জিবি ডেটা লোনের সুবিধা চালু করেছে। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে দ্রুত দৈনিক ডেটা শেষ হয়ে গেলে খুব সমস্যার। তাই 1 জিবি ডেটা লোন হিসেবে ক্রেতাদের দিচ্ছে সংস্থা। এর জন্য প্রথমে কোনও টাকা লাগবে না। আপনার পরবর্তী রিচার্জের সময় পরিশোধ করতে পারবেন। যদি সামান্য একটু ডেটা অবশিষ্ট থাকে, তাহলে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ খুলে লোন নিতে পারবেন।

যদি ডেটা পুরো শেষ হয়ে যায়, তাহলে USSD কোডের মাধ্যমে ডেটা লোন নিতে পারেন। এর জন্য ফোনের ডায়ালার অ্যাপ খুলে *567*3# লিখুন ও কল বোতাম টিপুন। এরপর পপ-আপ উইন্ডো খুলে গেলে উপযুক্ত উত্তর দিন। তারপরেই আপনার নম্বরে 1 জিবি ডেটা ঢুকে যাবে। মনে রাখবেন, এয়ারটেল ডেটা লোন সুবিধা পেতে সক্রিয় রিচার্জ প্ল্যান থাকতেই হবে। আর এই ডেটা কেবল একই দিনে রাত 12টা পর্যন্ত বৈধ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel, Airtel Rs 189 Recharge Plan
Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo T4R 5G মধ্যবিত্তের বাজেটে লঞ্চ হচ্ছে, জলে ভিজলেও কিস্যু হবে না, দাম জেনে নিন
  2. Infinix Hot 60 5G+ মাত্র 10,499 টাকায় বাজারে এল, সঙ্গে 2,999 টাকার গিফট ফ্রি
  3. আর কিছু দিন অপেক্ষা করুন, 2025 সালেই Samsung বদলে দেবে স্মার্টফোনের দুনিয়া
  4. কথা বলুন প্রাণভরে, Airtel সবচেয়ে সস্তায় আনলিমিটেড কলিং রিচার্জ প্ল্যান নিয়ে এল
  5. Lava Blaze সিরিজের দুটি দুর্ধর্ষ ফোন লঞ্চ হচ্ছে, থাকবে AMOLED ডিসপ্লে ও 64MP ক্যামেরা
  6. Lenovo Yoga Tab Plus ভারতে 16GB র‍্যাম, 12 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  7. মাত্র 13,000 টাকায় কিনুন গেমিং স্মার্টফোন, শুরু হল Tecno Pova 7 5G সিরিজের সেল
  8. ECG থেকে প্রেশার মাপা সবই করবে হাতের ঘড়ি! লঞ্চ হল Samsung Galaxy Watch 8, Watch 8 Clasic
  9. ফোল্ডেবল ফোনের শখ মেটাতে সাশ্রয়ী মূল্যে ভারতে এল Samsung Galaxy Z Flip 7 FE
  10. Samsung Galaxy Z Fold 7 বাজার কাঁপিয়ে 16 জিবি র‍্যাম ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.