BSNL,কোম্পানী প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো অতিরক্তি ডেটার সুবিধা

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 19 নভেম্বর 2024 11:12 IST
হাইলাইট
  • BSNL 599টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের সাথে একটি বিশেষ, অতিরিক্ত অফার
  • সুবিধাগুলি শুধুমাত্র BSNL Selfcare অ্যাপটির মাধ্যমেই পাওয়া যাবে
  • কোম্পানী বলেছে তারা ভবিষ্যতেও মূল্যবৃদ্ধি করবে না

ভারতে 4G পরিষেবার প্রত্যাশিত বাণিজ্যিক রোলআউটের আগে BSNL সম্প্রতি তার লোগো আপডেট করেছে

Photo Credit: BSNL

ভারতীয় গ্রাহকদের জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) প্রিপেইড মোবাইল রিচার্জ প্ল্যানের উপর একটি নতুন অতিরিক্ত অফার দিতে চলেছে। এই অফারটির সাথে প্রিপেইড ব্যবহারকারীরা রিচার্জের সময় তাদের বর্তমান প্ল্যানের সাথে 3 জিবি অতিরিক্তি ডেটা পেতে চলেছে, কিন্তু এই রিচার্জটি ব্যবহারকারীদের শুধুমাত্র BSNL Selfcare অ্যাপটির মাধ্যমে করতে হবে।
উল্লেখযোগ্যভাবে এই সরকার কর্তৃক টেলিকম সার্ভিস প্রভাইডার সংস্থাটি সম্প্রতি ভারতে দুটি নতুন পরিষেবাও চালু করেছে, ফাইবার ভিত্তিক ইন্টারনেট টিভি পরিষেবা এবং Direct-to-Device স্যাটলাইট কানেক্টিভিটি।

BSNL-এর নতুন এবং উল্লেখযোগ্য অফার:

BSNL জানিয়েছে, এবার তাদের প্রিপেইড ব্যবহারকারীরা 599 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের সাথে অতিরিক্ত ডেটার সুবিধা পেতে চলেছে। এই প্লানটির বৈধতা 84 দিন এবং এটি প্রতিদিন 3 জিবি করে ডেটা দেবে, এছাড়াও এটির দ্বারা সীমাহীন STD এবং লোকাল কল করা যাবে এবং প্রতিদিন 100 টি SMS বিনামূল্যে করা যাবে। প্রতিদিনের এই সুবিধার পাশাপাশি ব্যবহারকারীরা, 3জিবির অতিরিক্ত ডেটার সুবিধাও পেতে পারে।

এছাড়াও এই প্ল্যানটিতে অন্যান্য পরিষেবা, যেমন Zing মিউজিক এবং ভিডিও স্ট্রিমিং অ্যাপ, পার্সোনাল রিং ব্যাক টোন, অ্যাস্ট্রোটেল, গেমঅন সাবস্ক্রিপশনের সুবিধাও প্রদান করছে। তবে মনে রাখা দরকার, একমাত্র BSNL Selfcare অ্যাপটির মাধ্যমে রিচার্জ করলেই এইসমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে। অ্যাপটি অ্যানড্রয়েড এবং iOS, দুটি প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে।

টেলিকম সংস্থাটি এই সমস্ত সুবিধাগুলি তাদের 299 টাকার প্ল্যানেও যুক্ত করেছে, কিন্তু এটির সময়সীমা মাত্র 30 দিন।

BSNL কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর Rebert Ravi সম্প্রতি ঘোষণা করেছেন যে, তারা প্ল্যানগুলির কোনরকম মূল্য বৃদ্ধি করবে না। অন্যান্য ভারতীয় টেলিকম অপারেটর যেমন ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও তাদের প্ল্যানের দাম বৃদ্ধি করার পর অনেক গ্রাহক BSNL এ যুক্ত হয়েছে, তাই কোম্পানির পরবর্তী এবং একমাত্র লক্ষ্য সেইসব গ্রাহকদের উন্নতমানের পরিষেবা দেওয়া। এই মূল্যবৃদ্ধির কারণে জুলাই মাসে BSNL কোম্পানি ভারতে 2.9 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে, এটির একমাত্র প্রধান কারণ হলো কোম্পানির কম দামের পরিষেবা।

কোম্পানির আধিকারিকের মতে, এখন তারা 2025 সালের মধ্যে দেশের 25%বাজার দখল করার পরিকল্পনা করছে। এই উচ্চাকাঙ্ক্ষার কারণ, সম্প্রতি তারা স্প্যাম প্রটেকশন, ফাইবার টু দ্য হোম গ্রাহকদের জন্য Wi Fi রোমিং সার্ভিস, Any Time Sim( ATM) Kiosks, এবং ফাইবার ভিত্তিক ইন্টারনেট সার্ভিস সহ সাতটি নতুন পরিষেবা লঞ্চ করেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, bsnl recharge offers, BSNL Prepaid offer
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Grok AI: মহিলাদের অশালীন ছবি তৈরির বিতর্কে এই দেশে নিষিদ্ধ হল ইলন মাস্কের গ্রোক AI
  2. 8,000 টাকা দাম কমল Google-এর পিওর Android স্মার্টফোনের, কোথায় বিক্রি হচ্ছে দেখুন
  3. Amazon ঘোষণা করল Great Republic Day Sale 2026-এর, স্মার্টফোন-ল্যাপটপে বিরাট ছাড়
  4. 50MP সেলফি ক্যামেরা ও আইফোনের মতো লুকস নিয়ে Oppo Reno 15c 5G ভারতে এল, দাম জেনে নিন
  5. 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির Realme 16 Pro সিরিজের সেল শুরু হল, 5,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি
  6. 108MP ক্যামেরার Redmi Note 15 5G স্মার্টফোনে ধামাকা সেল, 3000 টাকা ছাড়ে কেনার সুবর্ণ সুযোগ
  7. Gmail: জিমেইল আর আগের মতো নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার স্পর্শে রাতারাতি বদলে গেল
  8. Itel Zeno 20 Max মাত্র 5,799 টাকায় আইফোনের মতো ফিচার নিয়ে লঞ্চ হল
  9. Oppo Pad 5: খাতায় পেন দিয়ে লেখার মতো অভিজ্ঞতা দেবে ওপ্পোর নতুন ট্যাব, স্টুডেন্টদের জন্য গেমচেঞ্জার
  10. OnePlus Turbo 6 সিরিজ বাজার কাঁপিয়ে বিশাল 9000mAh ব্যাটারি ও 16GB র‍্যামের সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.