BSNL,কোম্পানী প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো অতিরক্তি ডেটার সুবিধা

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 19 নভেম্বর 2024 11:12 IST
হাইলাইট
  • BSNL 599টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের সাথে একটি বিশেষ, অতিরিক্ত অফার
  • সুবিধাগুলি শুধুমাত্র BSNL Selfcare অ্যাপটির মাধ্যমেই পাওয়া যাবে
  • কোম্পানী বলেছে তারা ভবিষ্যতেও মূল্যবৃদ্ধি করবে না

ভারতে 4G পরিষেবার প্রত্যাশিত বাণিজ্যিক রোলআউটের আগে BSNL সম্প্রতি তার লোগো আপডেট করেছে

Photo Credit: BSNL

ভারতীয় গ্রাহকদের জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) প্রিপেইড মোবাইল রিচার্জ প্ল্যানের উপর একটি নতুন অতিরিক্ত অফার দিতে চলেছে। এই অফারটির সাথে প্রিপেইড ব্যবহারকারীরা রিচার্জের সময় তাদের বর্তমান প্ল্যানের সাথে 3 জিবি অতিরিক্তি ডেটা পেতে চলেছে, কিন্তু এই রিচার্জটি ব্যবহারকারীদের শুধুমাত্র BSNL Selfcare অ্যাপটির মাধ্যমে করতে হবে।
উল্লেখযোগ্যভাবে এই সরকার কর্তৃক টেলিকম সার্ভিস প্রভাইডার সংস্থাটি সম্প্রতি ভারতে দুটি নতুন পরিষেবাও চালু করেছে, ফাইবার ভিত্তিক ইন্টারনেট টিভি পরিষেবা এবং Direct-to-Device স্যাটলাইট কানেক্টিভিটি।

BSNL-এর নতুন এবং উল্লেখযোগ্য অফার:

BSNL জানিয়েছে, এবার তাদের প্রিপেইড ব্যবহারকারীরা 599 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের সাথে অতিরিক্ত ডেটার সুবিধা পেতে চলেছে। এই প্লানটির বৈধতা 84 দিন এবং এটি প্রতিদিন 3 জিবি করে ডেটা দেবে, এছাড়াও এটির দ্বারা সীমাহীন STD এবং লোকাল কল করা যাবে এবং প্রতিদিন 100 টি SMS বিনামূল্যে করা যাবে। প্রতিদিনের এই সুবিধার পাশাপাশি ব্যবহারকারীরা, 3জিবির অতিরিক্ত ডেটার সুবিধাও পেতে পারে।

এছাড়াও এই প্ল্যানটিতে অন্যান্য পরিষেবা, যেমন Zing মিউজিক এবং ভিডিও স্ট্রিমিং অ্যাপ, পার্সোনাল রিং ব্যাক টোন, অ্যাস্ট্রোটেল, গেমঅন সাবস্ক্রিপশনের সুবিধাও প্রদান করছে। তবে মনে রাখা দরকার, একমাত্র BSNL Selfcare অ্যাপটির মাধ্যমে রিচার্জ করলেই এইসমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে। অ্যাপটি অ্যানড্রয়েড এবং iOS, দুটি প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে।

টেলিকম সংস্থাটি এই সমস্ত সুবিধাগুলি তাদের 299 টাকার প্ল্যানেও যুক্ত করেছে, কিন্তু এটির সময়সীমা মাত্র 30 দিন।

BSNL কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর Rebert Ravi সম্প্রতি ঘোষণা করেছেন যে, তারা প্ল্যানগুলির কোনরকম মূল্য বৃদ্ধি করবে না। অন্যান্য ভারতীয় টেলিকম অপারেটর যেমন ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও তাদের প্ল্যানের দাম বৃদ্ধি করার পর অনেক গ্রাহক BSNL এ যুক্ত হয়েছে, তাই কোম্পানির পরবর্তী এবং একমাত্র লক্ষ্য সেইসব গ্রাহকদের উন্নতমানের পরিষেবা দেওয়া। এই মূল্যবৃদ্ধির কারণে জুলাই মাসে BSNL কোম্পানি ভারতে 2.9 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে, এটির একমাত্র প্রধান কারণ হলো কোম্পানির কম দামের পরিষেবা।

কোম্পানির আধিকারিকের মতে, এখন তারা 2025 সালের মধ্যে দেশের 25%বাজার দখল করার পরিকল্পনা করছে। এই উচ্চাকাঙ্ক্ষার কারণ, সম্প্রতি তারা স্প্যাম প্রটেকশন, ফাইবার টু দ্য হোম গ্রাহকদের জন্য Wi Fi রোমিং সার্ভিস, Any Time Sim( ATM) Kiosks, এবং ফাইবার ভিত্তিক ইন্টারনেট সার্ভিস সহ সাতটি নতুন পরিষেবা লঞ্চ করেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, bsnl recharge offers, BSNL Prepaid offer
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 15 স্মার্টফোনের প্রি-বুকিং শুরু, ফ্রি ইয়ারবাডস ও দুই বছর ওয়ারেন্টি জেতার সুযোগ
  2. Google অনলাইন প্রতারণা ঠেকাতে বড় পদক্ষেপ নিল, রক্ষাকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তা
  3. Google প্রকাশ করল 2025 সালের দেশের সেরা অ্যাপ ও গেমের তালিকা, নাম দেখলে চমকে যাবেন
  4. Realme GT 8 Pro দেশে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ফিচার তাক লাগাবে
  5. 50MP সেলফি ক্যামেরার সঙ্গে Lava Agni 4 লঞ্চ হল, ফিচার্স বিদেশী ব্র্যান্ডদের টেক্কা দেবে, দাম জেনে নিন
  6. ভারতে লঞ্চের আগেই Vivo X300 সিরিজের দাম ফাঁস হল, ফোনের ক্যামেরায় DSLR-এর মতো ছবি
  7. Jio সিম আছে? নতুন Gemini 3 মডেল সহ 35,100 টাকার AI পরিষেবা সবার জন্য ফ্রি!
  8. ভারতীয় সংস্থা Wobble চীনা ব্র্যান্ডদের টক্কর দিতে নতুন ফোন লঞ্চ করল, চার ক্যামেরা ও 12GB র‍্যাম রয়েছে
  9. Exclusive: iQOO 15 এর দাম লঞ্চের এক সপ্তাহ আগেই ফাঁস, বাজার কাঁপাতে পারবে?
  10. Poco F8 সিরিজ 6500mAh ব্যাটারি নিয়ে আসছে, লুকস ও ফিচার্সে একদম নতুনত্ব
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.